| সকাল ৮:৪৮ - শনিবার - ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

নান্দাইলে আওয়ামীলীগের সাবেক এম.পি’র গাড়ীতে হামলা ঘটনায় দ্রুত বিচার আইনে ৫৮ জনের বিরুদ্ধে মামলা

 

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা ঃ২৫ জানুয়ারি ২০১৬, সোমবার

ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেজর জেনারেল আব্দুস সালামের গাড়ীতে হামলায় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম ভূইয়া বাদী হয়ে নান্দাইল মডেল থানায় দ্রম্নত বিচার আইনে একটি মামলা দায়ের করেছে। মামলার সূত্রে জানা যায়, ২৩ জানুয়ারী শনিবার বিকাল ৩টায় নান্দাইল উপজেলা মুশুল্লী ইউঃ আওয়ামীলীগের উদ্দ্যোগে মেরেঙ্গা বাজারে আদর্শ রফিক ভ’ইয়া মার্কেটে এক সমাবেশের আয়োজন করলে বর্তমান সংসদ সদস্য মোঃ আনোয়ারম্নল আবেদীন খান তুহিন সমর্থিত গ্রম্নপ একই স্থানে আরেকটি সমাবেশের আয়োজন করে দু’পক্ষই স্বশস্ত্র অবস্থন নেয় ঐ এলাকায়। সংঘাত এড়াতে প্রশাসন ঐ স্থান সহ সমগ্র ইউনিয়নে ১৪৪ ধারা জারী করে। এদিকে ১৪৪ ধারার বিষয়টি না জেনেই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি তাঁর গাড়ীর বহর নিয়ে সমাবেশ স’লের সন্নিকটে যাওয়া মাত্র তুহিন গ্রম্নপের বাধার মুখে গাড়ীবহর নিয়ে নান্দাইল উপজেলা সদরে ফিরে আসার সময় নান্দাইল রোড চৌরাস্তা এলাকায় পুরাতন যাত্রী ছাউনীর সম্মুখে পৌছামাত্রই পূর্ব থেকে উৎপেতে থাকা কতিপয় সন্ত্রাসী কর্তৃক আক্রান্ত হন। সন্ত্রাসীরা সাবেক এমপি’র (নিশান পেট্রোল নং ঢাকা-ঘ-১১-৫৯২৯) গাড়ীর সামনের কাঁচ ভেঙ্গে ফেলে এবং পুরো গাড়ী বহরের উপর ইট পাটকেল নিক্ষেপ করে।এ ঘটনায় নান্দাইল মডেল থানায় খাইরম্নল ইসলামকে প্রধান আসামী করে নামীয় ৫৮ জন অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে দ্রম্নত বিচার আইনের ২০০২ সনের আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রম্নত বিচার) আইন (সংশোধনী ২০১৪) এর ৪/৫ ধারায় মামলা রম্নজু হয়েছে। মামলা-নং ২৬ (০১)১৫ তারিখ-২৪.০১.১৬

সর্বশেষ আপডেটঃ ৭:৪৫ অপরাহ্ণ | জানুয়ারি ২৫, ২০১৬