| দুপুর ২:৩১ - শনিবার - ১৯শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

দালালদেরকে প্রশ্রয় দিবেন না-ভুমি কর্মকর্তাদের উদ্দেশ্যে ইউএনও বনানী বিশ্বাস

ফুলবাড়ীয়া ব্যুরো : ২৪ জানুয়ারি ২০১৬, রবিবার

ফুলবাড়ীয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রবিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ১৩টি ইউনিয়নের ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তাদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধ কল্পে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির সভাপতি আলহাজ্ব আমজাদ হোসাইন এর সভাপতিত্বে মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বনানী বিশ্বাস ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, অধিকাংশ সমস্যাই ভুমি থেকে, এক শ্রেণীর দালাল বা সিন্ডিকেট জড়িত তাদেরকে প্রশ্রয় দিবেন না- আমরা কেন অপবাদ নেব। আমাদেরও সংশোধন হতে হবে। তিনি বলেন, ভুমি অফিসের অপবাদ, দুর্নাম বন্ধ করতে সুশীল সমাজকেও এগিয়ে আসতে হবে। সহকারী কমিশনার (ভুমি) আফরোজা আখতার বলেন, আমাদের কেন দুর্নাম থাকবে। আমরা কোন অনিয়মকে প্রশ্রয় দিবো না। তিনি ব্রিটিশ আমলের ভুমি আইন সহ বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন, পাঠ্য বইয়ে ভুমি সংক্রান্ত অধ্যায় অনর্ত্মভুক্ত করলে মানুষ আরও বেশি সুফল পাবে। আরও বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি যথাক্রমে পারভীন আখতার রেবা, মো. হযরত আলী, সদস্য আলহাজ্ব আব্দুল খালেক, ইউনিয়ন ভুমি কর্মকর্তাদের পক্ষে গিয়াস উদ্দিন ও অজিত কুমার দাস। পরিচালনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নূরুল ইসলাম খান।

সর্বশেষ আপডেটঃ ৮:৪৫ অপরাহ্ণ | জানুয়ারি ২৪, ২০১৬