| রাত ৩:০৭ - রবিবার - ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

আনসার-ভিডিপি’র ডিজি আভি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান হওয়ায় অভিনন্দন

 

বিশেষ প্রতিনিধি, ২৪ জানুয়ারি ২০১৬, রবিবার,

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নাজিম উদ্দিন পিএসসি, আনসার-ভিডিপি সদস্যদের কল্যাণে প্রতিষ্ঠিত আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক পরিচালনা পর্ষদের রাজশাহী বিভাগের পরিচালক মোঃ আব্দুল খালেক খান পিভিএম সেবা, ঢাকা বিভাগের পরিচালক মোঃ মাহাবুর আলম শেখ রাসেল পিভিএম সেবা, রংপুর বিভাগের পরিচালক রেজাউল করিম, চট্টগ্রাম বিভাগের পরিচালক মোঃ ইসমাইল হোসেন, সিলেট বিভাগের পরিচালক স্বপন চৌধুরী ও খুলনা বিভাগের পরিচালক মুক্তিযোদ্ধা এমজি কবির ভুলুসহ সকল নির্বাচিত শেয়ার হোল্ডার পরিচালকগণ। অভিনন্দনবার্তায় তারা উলেস্নখ করেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান হিসাবে আপনার নিয়োগের সংবাদে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই আনন্দঘন মূহূর্তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক পরিচালনা পর্ষদের নির্বাচিত শেয়ার হোল্ডার পরিচালকদের পক্ষ থেকে জানাই উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা আশা করি আপনার প্রজ্ঞা, মেধা, দক্ষতা, অভিজ্ঞতা, সুদক্ষ নেতৃত্ব ও দিক নির্দেশনায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে। মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আনসার-ভিডিপি সংগঠনের ৬০ লক্ষ সদস্য-সদস্যাদের আর্থ সামাজিক উন্নয়ন ও দারিদ্র মুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার লড়্গ্যে আপনাকে এ ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ প্রদান করেছেন। সেজন্য আমরা শেয়ার হোল্ডার পরিচালকগণ অত্যন্ত অভিভূত। অভিনন্দন বার্তায় তারা নব নিযুক্ত চেয়ারম্যানের শারিরীক সুস্থতা, দীর্ঘায়ু, সার্বিক কল্যাণ ও সফলতা কামনা করেন।

সর্বশেষ আপডেটঃ ৫:৪৮ অপরাহ্ণ | জানুয়ারি ২৪, ২০১৬