| সকাল ৯:৫৫ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাংলাদেশের হারে সিরিজে সমতা

স্পোর্টস ডেস্ক | ২২ জানুয়ারি ২০১৬, শুক্রবার,

সিরিজের শেষ ম্যাচে ১৮ রানে হার দেখলো বাংলাদেশে। এতে চার ম্যাচ সিরিজে ২-২এ সমতা ফেরালো সফরকারী জিম্বাবুয়ে। ১ ওভার বাকি রেখে দলীয় ১৬২ রানে গুটিয়ে গেলো বাংলাদেশের ইনিংস। ব্যাট হাতে  অর্ধশতক পেলেন মাহমুদুল্লাহ রিয়াদ । টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় ফিফটি। জিম্বাবুয়ের বিপক্ষে ৩৫ বলে অপরাজিত ৫১ রানের ইনিংসে মাহমুদুল্লাহ হাঁকান পাঁচটি বাউন্ডারি ও দুইটি ছক্কা। কিন্তু ক্রিজের অন্যপ্রান্তে খেই হারান নুরুল হাসান  সোহান। পুল টস বল ক্রিজ ছেড়ে হাঁকাতে গিয়ে ক্যাচ দেন বাংলাদেশের এ নবাগত উইকেটরক্ষক ব্যাটসম্যান। তবে ব্যাট হাতে পর পর দুই বলে চার-ছ্ক্কা হাঁকিয়ে রান রেট নাগালে রাখেন অধিনায়ক মাশরাফি। ১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১২১/৬। সিরিজে প্রথমবার সুযোগ নিয়ে আগের ম্যাচে ১ রানে সাজঘরে ফেরেন টপঅর্ডার ব্যাটসম্যান ইমরুল কায়েস। আর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইমরুল নিজের উইকেট দিলেন ব্যক্তিগত ১৮ রানে। সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাট হাতে ১৭ রানে চার উইকেট খোয়ায় স্বাগতিকরা। একে একে সাজঘরে ফেরেন তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান ও সাকিব আল হাসান। পরে দলীয় ৫৩ রানে বড় শট হাঁকাতে গিয়ে সীমানা দড়ির সামনে ক্যাচ দেন ইমরুল। তবে ব্যাট হাতে টাইগারভক্তদের আশা দেখাচ্ছেন মাহমুদুল্লাহ। ইনিংসের ১০ ওভার শেষে  বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮৪/৫। এর আগে শেষ দুই ওভারে আবু হায়দার রনি ও তাসকিন আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জিম্বাবুয়ের ইনিংস ১৮০ রানে বেঁধে রাখতে সক্ষম হয় মাশরাফি বাহিনী। ব্যক্তিগত ৯৩ রানে অপরাজিত থাকেন ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা। ৫৮ বলের মারকুটে ইনিংসে মাসাকাদজা হাঁকান ৮ বাউন্ডারি ও পাঁচটি ছক্কা।
১৬.১ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ১৪৯/৩-এ। মাত্র ৪.৫ ওভারে দলীয় ৫০ রান পূর্ণ করে জিম্বাবুয়ে। পাওয়ার প্লে’র ৬ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৬১/১। এর আগে বল হাতে ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানেন ‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফি। আর দ্বিতীয় ওভারে সহজ ক্যাচ ফেলে দেন দীর্ঘ বিরতিতে দলে ফেরা তাসকিন আহমেদ। পরে দুটি ক্যাচ মিস করেন মাশরাফি।  সিরিজের চতুর্থ ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং বেছে  নেয় জিম্বাবুয়ে। দলে ফিরেছেন অধিনায়ক এল্টন চিগুম্বুরা। খুলনার শেখ আবু নাসের মাঠে ২ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১৭/১। বাংলাদেশ একাদশে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল। দলে রয়েছেন সৌম্য সরকার, সাব্বির রহমান, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মুর্তজা, আরাফাত সানি, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি। চার ম্যাচ সিরিজে ২-১এ এগিয়ে বাংলাদেশ।

সর্বশেষ আপডেটঃ ৭:০০ অপরাহ্ণ | জানুয়ারি ২২, ২০১৬