| সকাল ৬:০৬ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

৩৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

অনলাইন ডেস্ক | ২২ জানুয়ারি ২০১৬, শুক্রবার,

পঁয়ত্রিশতম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি। সূচি অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি থেকে সাধারণ এবং সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত। আগারগাঁওয়ে কমিশনের প্রধান কার্যালয়ে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বাকি প্রার্থীদের পরীক্ষার সূচি পরে জানানো হবে। উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল ঘোষণা করা হয়। যাতে উত্তীর্ণ হন ৬ হাজার ৮৮ জন চাকরি প্রত্যাশী। পিএসসি বলছে, মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য কমিশন থেকে ডাকযোগে প্রার্থীদের কোনো সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না।

সর্বশেষ আপডেটঃ ৪:০৪ অপরাহ্ণ | জানুয়ারি ২২, ২০১৬