| দুপুর ১:৪৫ - সোমবার - ২৭শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি

নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | ২১ জানুয়ারি ২০১৬, বৃহস্পতিবার,

জনসভায় উপস্থিত জনতার কাছ থেকে আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দেয়ার অঙ্গীকার নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি সবাইকে হাত উঁচিয়ে নৌকায় ভোট দিতে সবাইকে অঙ্গীকার করান। প্রধানমন্ত্রী বলেন, আমরা দেড় কোটি মানুষের চাকরির ব্যবস্থা করে দিয়েছি। বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। তা ছাড়া আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা চালু করেছি। এ দেশের কোন মানুষ যাতে কষ্ট না পায়, ভিজিএফের মাধ্যমে সহায়তা দিয়ে যাচ্ছি। তা ছাড়া আট হাজার পোস্ট অফিস ডিজিটাল করার কাজ চলছে। সেখানেও কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে দেশের উন্নয়ন করে। ৫ই জানুয়ারির নির্বাচনে জয়লাভ করেও আমরা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছি।  জনসভায় প্রধানমন্ত্রী বলেন, যারা পেট্রলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে তাদের কোন ক্ষমা নেই। যেখানে যেখানে হত্যাকা- হয়েছে, সেখানে সেখানে মামলা হয়েছে। সবার বিচার হবে। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না। আমাদের মুক্তিযুদ্ধের সময় যারা হানাদার বাহিনীর পক্ষে ছিল। তাদের বিচার আমরা শুরু করেছি। এদের মধ্যে অনেকেরই বিচার হয়েছে। তিনি বলেন, অবৈধভাবে ক্ষমতা দখল করে জেনারেল জিয়া সেই বিচার বন্ধ করেছিলেন। আমরা সেই বিচার শুরু করেছি। সেই বিচার অব্যাহত থাকবে, বাংলাদেশ কলুষমুক্ত হবে। তিনি বলেন, একদিকে যেমন আমরা বিচারকার্য চালাচ্ছি, অন্যদিকে, উন্নয়ন কার্যক্রম করেছি। বাংলাদেশ আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে। তখনই উন্নয়ন হয়েছে। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনাদের উপহার দিয়ে গেলাম। এর আগে, জনসভা মঞ্চের পাশে সিলেটের ২২টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। তারপর দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন তিনি। কয়েকটি প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও মদন মোহন কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে সিলেট পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বেলা ১২টার দিকে হেলিকপ্টারে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি। এরপর প্রথমেই হযরত শাহজালাল (রহ.) ও পরে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করতে যান

সর্বশেষ আপডেটঃ ৭:০৮ অপরাহ্ণ | জানুয়ারি ২১, ২০১৬