| সকাল ৯:২৭ - শনিবার - ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

অস্বাস্থ্য পরিবেশ ও হাসপাতালের লাইসেন্স না থাকায় ময়মনসিংহে এম দেশ হসপিটালকে জরিমানা

স্টাফ রিপোর্টার, ২১ জানুয়ারি ২০১৬, বৃহস্পতিবার,
নোংরা. অস্বাস্থ্য পরিবেশ ও সার্বক্ষনিক ডাক্তার এবং হাসপাতালের লাইসেন্স না থাকায় ময়মনসিংহ শহরের মাসকান্দা শান্তিনগর এলাকায় এম দেশ হসপিটাল প্রাঃ লিঃকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মর্জিনা আক্তার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার মোখলেসুর রহমান মানিক এর নেতৃত্বে পুলিশ ফোর্স ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মর্জিনা আক্তার, বলেন অভিযান চলাকালে আশপাশের নোংরা পরিবেশ পাওয়া যায়, হাসপাতালে অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, একজন নার্স ছাড়া কোন ইর্মাজেন্সী ডাক্তার পাওয়া যাইনি। অপারেশনের ফি চার্ট ছিলনা। দীর্ঘ দেড় ঘন্টার বেশী সময় অবস্থানকালে হাসপাতালে মালিক ও ম্যানেজার কাউকে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ করার পর ম্যানেজার জুয়েল কবির দেড় ঘন্টা পর হাসপাতালে আসেন। তার কাছে হাসপাতালে লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র চাইলে কোন কাগজ দেখাতে পারেনি। এসব অনিয়ম ও অব্যবস্থাপনার দায়ে হাসপতাল কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২মাসের কারাদন্ড প্রদান করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ।

সর্বশেষ আপডেটঃ ৬:৫৮ অপরাহ্ণ | জানুয়ারি ২১, ২০১৬