| বিকাল ৩:১০ - শনিবার - ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৩রা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

যদি বরষে মাঘের শেষ ধৈন্য রাজার পূণ্য দেশ

গফরগাঁও প্রতিনিধি,  ২০ জানুয়ারি ২০১৬, বুধবার,
যদি বরষে পৌষে, পূর্ণ হয় তোষে। যদি বরষে মাঘের শেষ, ধৈন্য রাজার পূন্য দেশ। ময়মনসিংহ ও গফরগাঁওয়ে গত মঙ্গলবার শেষ রাতে ও  বুধবার বিকাল পর্যন্ত মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। এতে করে জেলার অধিকাংশ ফসলের জন্য বেশ ভাল হয়েছে। বিশেষ করে সামান্য বৃষ্টিপাতের কারনে বেশিরভাগ রবি শস্যের উৎপাদন ব্যাপক বৃদ্ধি পাবে।
গফরগাঁও উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, পৌষ মাসে বৃষ্টি হলে ফসলের ক্ষতি হয়। কিন্ত মাঘ মাসে বৃষ্টি হলে ফসলের উৎপাদন বেড়ে যায়। তবে এ বৃষ্টি কয়েকদিন অব্যাহত থাকলে ফসলের জমিতে পোকা-মাকড় দেখা দিতে পারে। শাক-সবজি লালচে হয়ে যেতে পারে।

সর্বশেষ আপডেটঃ ৭:৫৯ অপরাহ্ণ | জানুয়ারি ২০, ২০১৬