| সকাল ১০:৫২ - শনিবার - ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে ভুয়া সাংবাদিক আটক, জরিমানা

গফরগাঁও প্রতিনিধি, ২০ জানুয়ারি ২০১৬, বুধবার,
ময়মনসিংহের গফরগাঁও থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলামকে মুঠোফোনে হুমকি দেওয়ায় রফিক মিয়া (২৭) নামে এক ভুয়া সাংবাদিককে আটক করে পুলিশ । আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী র্কমর্কতা র্সিদ্বার্থ শংকর কুন্ডুর ভ্রাম্যমান আদালত ওই ভূয়া সাংবাদিককে ৫শত টাকা জরিমানা করেন । সে নিজেকে অনলাইন নিউজ পোটাল এটিবির নেত্রকোনার দূর্গাপুর উপজেলা প্রতিনিধি দাবী করলেও তা প্রমান্য ব্যর্থ হন।
থানা সুএে জানা যায়, দূর্গাপুর উপজেলার নাগভুর গ্রামের মৃত.আবুল কাশেমের ছেলে রফিক মিয়া গত ৪বছর পুর্বে গফরগাঁওয়ের ধামাইল গ্রামের জয়নাল মিয়ার মেয়ে রোমাকে (২২) বিয়ে করেন। বিয়ের পর রফিক স্ত্রী রোমাকে নিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার মোলাইদ এলাকার ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। এ অবস্থায় স্বামীর নিত্যদিনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে গত ১বছর আগে আড়াই বছরের কন্যা শিশুকে নিয়ে পিত্রালয়ে চলে আসেন। পরে রফিক একাধিকবার স্ত্রীকে ফিরিয়ে নিতে ব্যর্থ হয়ে গত ১৫ ডিসেম্বর গফরগাঁও থানায় ৩৯ হাজার টাকা নিয়ে পালিয়ে আসার অভিযোগ করেন স্ত্রী রোমার বিরুদ্ধে। অভিযোগের তদন্তের দায়িত্ব হয় উপ পরিদর্শক সাইফুল ইসলামকে। পরে রফিক তদন্তের রিপোট তার পক্ষে দিতে তদন্ত কর্মকর্তাকে মুঠোফোনে অব্যহত চাপ দেয়ার পাশাপাশি হুমকি দিয়ে আসছিলেন। রফিক গত মঙ্গলবার সন্ধ্যায় গফরগাও থানায় এসে নিজেকে সাংবাদিক পরিচয় দেয়। এ সময় রফিকের কথা-বার্তায় সন্দেহ হলে তাকে আটক করা হয়।
গফরগাাও থানার ওসি তোফাজ্জেল হোসেন বলেন, এটিবি নিউজের সাংবাদিক পরিচয়দানকারী রফিকের কথার্বাতায় সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে নিজেকে নিউজ ইনফরমার বলে দাবী করেন।

সর্বশেষ আপডেটঃ ৭:৪৭ অপরাহ্ণ | জানুয়ারি ২০, ২০১৬