| সকাল ১১:৩৫ - শনিবার - ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ হাসপাতালে লিফটে আটকেপড়া পাঁচজনকে আড়াইঘণ্টা পর উদ্ধার

স্টাফ রিপোর্টার,১৯ জানুয়ারি ২০১৬ঃ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লিফটের তার ছিড়ে এক রোগীসহ আটকেপড়া পাঁচজনকে আড়াই ঘণ্টা পর লিফটের দরজা কেটে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
আজ বিকাল পৌনে চারটায় রোগী নিয়ে উঠার সময় এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই একই পরিবারের সদস্য। প্রত্যক্ষদর্শীরা জানায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সংলগ্ন লিফটে এই হাসপাতালের ১৯ নং ওয়ার্ডে ভতি রোগী জসিম উদ্দিন তার স্ত্রী পারভীন বড় ছেলে শাহীন ছোট ছেলে শিহাব ও মেয়ে শিমুকে নিয়ে দোতলায় উঠার সময় লিফটের তার ছিড়ে জসিমের স্ত্রী পারভীন নিচে পড়ে যায় বাকীরা লিফটে আটকা পড়ে। এ সময় লিফটের ভেতরে রোগিসহ পাঁচজন আটকা পড়েন। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিস র‌্যাব ও পুলিশ দ্রুত ঘটনাস’লে পৌছে উদ্ধার অভিযান শুরু। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর প্রথমে শিহাব ও সুমিকে এবং আড়াই ঘন্টা পর অপর রোগী জসিম উদ্দিন ও ছেলে শাহীনকে লিফটের দরজা কেটে উদ্ধার করে। উদ্ধারকৃত পাঁচজনই ময়মনসিংহ মেডিকল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের গ্রামের বাড়ি জেলার ত্রিশাল উপজেলার ধানীখোলা গ্রামে।

সর্বশেষ আপডেটঃ ৭:৪২ অপরাহ্ণ | জানুয়ারি ১৯, ২০১৬