| রাত ২:১৭ - রবিবার - ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীয়ায় স্কেল বাস্তবায়নের দাবীতে শিক্ষকদের স্মারকলিপি ও বিক্ষোভ

ফুলবাড়িয়া ব্যুরো :  বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য শর্তহীনভাবে ৮ম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবীতে সোমবার মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ইউএনও’র মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে ফুলবাড়ীয়া উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
ইউএনও’র পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সহকারী কমিশনার (ভুমি) আফরোজা আখতার। স্মারকলিপি প্রদান কালে অন্যান্যদের মধ্যে উপসি’ত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুল হাই, সাধারণ সম্পাদক এ. কে.এম শামছুল হক। এসময় সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপসি’ত ছিলেন। পরে  উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানব বন্ধন কর্মসূচী পালন করে। মানব বন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুল হাই, সাধারণ সম্পাদক এ. কে.এম শামছুল হক, মাও, নুরুল আলম সিদ্দিকী, জিয়াউল হুদা, আবুল কালাম আজাদ, আব্দুল কদ্দুছ, মো. নূরুল ইসলাম খান, আজমত উল্লাহ, নাজমুল হুদা বিএসসি, নাসির উদ্দিন মগনী, নজরুল ইসলাম মস্টার, রফিকুল ইসলাম, কর্মচারী নেতা আ. লতিফ খান, মাও. ইসহাক আলী প্রমুখ। সবশেষে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুদ্ধ শিক্ষকরা।
শিক্ষক নেতারা প্রজ্ঞাপনে অনুদান সহায়তা উল্লেখ করায় এ ভাষারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সর্বশেষ আপডেটঃ ৭:৫০ অপরাহ্ণ | জানুয়ারি ১৮, ২০১৬