| বিকাল ৩:৩২ - মঙ্গলবার - ৩রা সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৯শে সফর, ১৪৪৬ হিজরি

৪২ রানে জয় বাংলাদেশের

অনলাইন ডেস্ক | ১৭ জানুয়ারি ২০১৬, রবিবার,

২০ ওভার পুরো খেললেও মাত্র ১২৫ রান তুলতে সক্ষম হয় জিম্বাবুয়ে। ফলে ৪২ রানের হার নিযে মাঠ ছাড়লো তারা। আর টানা দ্বিতীয জয় নিয়ে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে চলে এলা বাংলাদেশ দল। রোববার ওয়ালটন দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের ১৬৮ রানের জবাবে ১২৫ রান করে সফরকারীরা। হাতে তাদের দুটি উইকেট ছিল। শেষ ওভারের একবল বাকি থাকতে মুস্তাফিজ চোট পেয়ে ফিরে গেলে সাব্বির রহমান এক বল করতে এসে আরেকটি উইকেট নেন। খুলনায় মুস্তাফিজের জোড়া আঘাতে জিম্বাবুয়ের সংগ্রহ ১৭ ওভার শেষে ৭ উইকেটে ১০৮ রান। বল হাতে বাংলাদেশ দলকে প্রথম সাফল্য এনে দিয়েছিলেন অধিনায়ক মাশরাফি। জিম্বাবুয়ের ইনফর্ম ওপেনার হ্যামিল্টন মাসাকাদজার মিডলস্টাম্প উপড়ে নিলেন বাংলাদেশর এ নড়াইল এক্সপ্রেস। এরপর সাব্বির রহমান দুটি, শুভাগত হোম একটি করে উইকেট নেন। জিম্বাবুয়েকে ১৬৮ রানের টার্গেট দেয় বাংলাদেশ। এর আগে ইনজুরি নিয়ে ক্রিজ ছাড়েন মুশফিকুর রহীম। ১৬তম ওভারের শেষ বলে জিম্বাবুয়ে স্পিনার গ্রায়েম ক্রেমারের বলে দ্রুত সিঙ্গেল নিতে গিয়ে ক্র্যাম্পে আক্রান্ত হন বাংলাদেশের  এ টপঅর্ডার ব্যাটসম্যান। এসময় মুশফিক অপরাজিত ছিলেন ব্যক্তিগত ২৩ রানে। পরে সাব্বির-সাকিবের জুটিতে ১৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৪৯/৩-এ। ইনিংসের ৫.৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ পৌঁছে ৪৫/০তে। তবে পরের বলে খেই হারান ওপেনার তামিম ইকবাল। জিম্বাবুয়ে পেসার ব্রায়ান ভিটোরির ডেলিভারিতে বড় শট হাঁকাতে গিয়ে উইকেট বিসর্জন দেন এ বাংলাদেশ ওপেনার। ১৭ বলে ২৩ রানের ইনিংসে তামিম হাঁকান ৩টি বাউন্ডারি ও একটি ছক্কা। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। চার ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে চার উইকেটে জয় দেখেছে টাইগাররা। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে স্বাগতিকরা। এতে বাংলাদেশ দলে রয়েছেন তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, শুভাগত হোম চৌধুরী, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মুর্তজা, আল আমি হোসেন ও মুস্তাফিজুর রহমান।

সর্বশেষ আপডেটঃ ৭:৩০ অপরাহ্ণ | জানুয়ারি ১৭, ২০১৬