| সকাল ৯:৪১ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

উন্নয়নের ধারাবাহিকতার জন্য শেখ হাসিনাকে দরকার – কিশোরগঞ্জে কর্মীসভায় সৈয়দ আশরাফ

কিশোরগঞ্জ প্রতিনিধি,১৬ জানুয়ারি ২০১৬ঃ    জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আমরা দেশ স্বাধীন করেছি ধ্বংসের জন্য নয়। আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে। আমাদের দীর্ঘদিনের সংগ্রাম আর উন্নয়নের কারণে মানুষের মনোভাবে পরিবর্তন এসেছে। যে কারণে আমরা পৌর সভা নির্বাচনে জিতেছি। আগামীতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে। আর সরকারের সাফল্যের ধারাবাহিকতার জন্য শেখ হাসিনাকে সব সময়ে দরকার। শনিবার বিকালে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আওয়ামী লীগের জেলা শাখা, সদর উপজেলা শাখা এবং পৌর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় সৈয়দ আশরাফ এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তৃতা করেন সংরক্ষিত আসনের এমপি দিলারা বেগম আসমা, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, জেলা বারের সভাপতি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, কিশোরগঞ্জ সদরের পৌর মেয়র মাহমুদ পারভেজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন, সদর উপজেলা শাখার সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড আহবায়ক সৈয়দ আশফাকুল ইসলাম প্রমুখ।
সমাবেশে মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ ভোট কারচুপি আর জালিয়াতি করে কখনো ক্ষমতায় যায়নি। জনগণের আস্থা ও বিশ্বাসের কারণে আমরা যেমন কিশোরগঞ্জে পৌর নির্বাচনে জিতেছি, সারা দেশেই জিতেছি। তবে বাজিতপুর পৌর নির্বচনে অনিয়মের প্রতি ইঙ্গিত করে বলেন, আমরা অন্য ৬টি পৌরসভায় জিতেছি। বাজিতপুরে হারলে দলের ক্ষমতা চলে যেত না। তিনি বলেন, আগামী ইউপি নির্বাচন হয়ত দলীয়ভাবেই হবে। আওয়ামী লীগ একটি পরিপক্ক দল। আপনারা উপজেলা এবং ইউনিয়ন নেতৃবৃন্দ এক সঙ্গে বসে প্রার্থী ঠিক করবেন কাকে নৌকা দেয়া যায়। যোগ্য প্রার্থী দিতে পারলে ইউপি নির্বাচনেও আমরা জিতব।

সর্বশেষ আপডেটঃ ৮:০৯ অপরাহ্ণ | জানুয়ারি ১৬, ২০১৬