| সকাল ৭:৪২ - শনিবার - ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

নৌকার ভোট বাড়ান এক ইঞ্চি জায়গাও বিদ্যুতে বাকী থাকবে না -বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নেত্রকোনা প্রতিনিধি ঃ ১৪ জানুয়ারি ২০১৬, বৃহস্পতিবার,

বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রাণলয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে বাংলাদেশ, চলবেই। আপনারা ঘরে ঘরে নৌকার ভোট বাড়ান। আমি কথা দিচ্ছি ২০১৮ সালের মধ্যে কেন্দুয়ার এক ইঞ্চি জায়গাও বিদ্যুৎ সংযোগের বাকী থাকবে না। বুধবার দুপুরে কেন্দুয়া উপজেলার আশুজিয়া জে.এন.সি শিক্ষা প্রতিষ্ঠানে শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সুধি সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার সততা ও স্বচ্ছতার কারণেই দেশ বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়াতে পারছে। এজন্য দেশের মানুষকে কৃজ্ঞতা প্রকাশ করে আন্তরিকতার সঙ্গে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে। তিনি আগামী দিনের প্রতিটি নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
নেত্রকোনা-৩ আসনের এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর সভাপতিত্বে সমাবেশে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়, নেত্রকোণা-১ আসনের এমপি ছবি বিশ্বাস, জেলা প্রশাসক ড. তরুন কান্তি শিকদার, পুলিশ সুপার জয়দেব চৌধুরী ও কেন্দুয়া পৌরসভার মেয়র আসাদুল হক ভূঞা প্রমুখ। প্রতিমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে কেন্দুয়া উপজেলা সদর থেকে আশুজিয়া জে.এন.সি শিক্ষা প্রতিষ্ঠান পর্যন- দলীয় নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে অর্ধশত তোরণ নির্মান করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৬:৪১ অপরাহ্ণ | জানুয়ারি ১৪, ২০১৬