| সকাল ৯:৫৭ - শনিবার - ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

কলমাকান্দায় স্কুল শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলা

নেত্রকোনা প্রতিনিধি,১৩ জানুয়ারি ২০১৬ঃ  জেলার কলমাকান্দা উপজেলা সুন্দরীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকস সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহীর সমর্থক স্থানীয় যুবলীগ নেতা অঞ্জন সরকার বাবনের ওপর পূর্ব শত্রুতার জের ধরে সোমবার রাতে সন্ত্রাসী হামলা হয়েছে। হামলাকারীরা উপজেলা পরিষদ সংলগ্ন বাসার সামনে তাকে বেধরক মারপিট করে।  আহত স্কুল শিক্ষক অঞ্জন সরকার কলমাকান্দা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অরুন চন্দ্র সরকারের ছেলে। তাকে বাসায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। হামলাকারীরা তাকে এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় যুবলীগ নেতা অনজন সরকার বাবনের সাথে দীর্ঘদিন ধরে একই এলাকার অপর যুবলীগ নেতা সুজন বিশ্বাসের এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার রাত সোয়া ১০টার দিকে কলমাকান্দা বাজার থেকে বাসায় ফেরার সময় সুজন বিশ্বাসের নেতৃত্বে ৮-১০জন তার ওপর অর্তকিত হামলা চালিয়ে বেধরক মারপিট করে। অঞ্জন মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস’ল ত্যাগ করে। এলাকাবাসী তাকে বাসায় নিয়ে চিকিৎসক ডেকে চিকিৎসা করায়।
আহত স্কুল শিক্ষক অনজন সরকার বাবন জানান, বাসায় ফেরার পথে সুজন বিশ্বাসের নেতৃত্বে ৮-১০জন তার ওপর অর্তকিত হামলা চালিয়ে লাটি দিয়ে বেদম প্রহার করে। আশপাশের লোকজন হামলাকারীদের হাত থেকে তাকে রক্ষা করে। হামলাকারীরা তাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দিচ্ছে।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বশির আহমেদ জানান, স্কুল শিক্ষক বাবনকে চড়-থাপ্পর দিয়েছে বলে শুনেছেন। এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।

সর্বশেষ আপডেটঃ ৭:৪১ অপরাহ্ণ | জানুয়ারি ১৩, ২০১৬