| দুপুর ১২:০৫ - শনিবার - ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে প্রকৃতির বর্ষপূর্তি উৎসব পালিত

 

এ এইচ এম মোতালেবঃ  ১২ জানুয়ারি ২০১৬, মঙ্গলবার,

“ নিজের হাতে কাজ করে সংসার চালাই। কারো দানে সংসার চলে না আমার । দু’সন্তান নিয়ে স্বামী ছাড়া হইছি। অনেক কস্টে কাজ করার সুযোগ পা্‌ইছি। কতদিন না খাইয়া দিন কাটাইছি । কথাগুলো বলছিলেন মহিলা শ্রমিক হেপী ”। বলতে বলতে কান্না স্বরে বলছিলেন এক মহিলা কর্মী তাকে কাজের খোঁজ দেয় এবং সে নিয়ে যায় আমাকে মেনোনা্‌ইড সেন্ট্রাল কমিটি(এমসিসি) অফিসে। সেখানে আমি একবছর ট্রেনিং দেই। তারা সন্তানদের লালন করার দায়িত্ব নেন। সবশেষে তিনি কাজ শুরু করেন। আজকে কাজ করে তিনি প্রতিমাসে ৭/৮হাজার টাকা আয় করছেন। স্বামীও ফিরে এসেছেন। গতকাল শহরের ইটাখোলাস্থ সড়কের তারেক ভবনে এমসিসি প্রতিষ্ঠিত এ প্রকৃতির বর্ষপুর্তি উপলড়্গ্যে আয়োজিত অনুষ্ঠানে ইসরাত জাহান দিপার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রকৃতি নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা সুরাইয়া চৌধুরী, আবুল কালাম, টমাস ডি কন্তা, এনজেলা মালাকার, নাসিমা বেগম, সুলতানা জাহান, মোঃ খালিদ বিন ইউসুফ, বিলন রোগা, নিপা দত্ত, রিচার্ড জয়ন্ত সরকার, আমির হামজা, মোশাররফ হোসাইন প্রমূখ।
প্রধান অতিথি নির্বাহী পরিচালক স্বপন দাস বলেন আজকের হতদরিদ্র মানুষগুলো কর্মের হাতে রূপান্তরীত হয়েছে। প্রকৃতির ইচ্ছা পুরন হচ্ছে। এ সফলতাকে আরো এগিয়ে নিতে নতুন পরিকল্পনা গ্রহন করা হচ্ছে। আগামী বছর আরো নতুনভাবে ঘুরে দাঁড়াবে আমাদের এ মানুষগুলো। আসুন আমরা উন্নয়নের আলোকবর্তিকা হাতে নিয়ে সাড়া বিশ্বকে আলোকিত করি। ২০০৯ সালে মেনোনাইট সেন্ট্রাল কমিটি(এমসিসি) প্রতিষ্ঠা করে সেকরেট মার্ক এন্টারপ্রাইজ। ২০১৫ সালে এ প্রতিষ্ঠানটি হসত্মানত্মর করে প্রকৃতি নামক গ্যারান্টিড ফেয়ার ট্রেড সংস্থার কাছে। যাঁরা শুরু থেকেই বর্হিঃবিশ্বে এ প্রজেক্টের প্রোডাক্টগুলো বাজারজাত করে আসছে। বর্তমানে এ প্রতিষ্ঠানটি গত ছয় বছরে প্রতিষ্ঠিত করেছে প্রকৃতি নামের একট গ্যারেন্টিড ফেয়ার ট্রেড সংস্থা। আজকে বর্ষপূর্তিতে উৎসবে আনন্দে মেতে উঠেন তারা। অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

সর্বশেষ আপডেটঃ ৯:১৯ অপরাহ্ণ | জানুয়ারি ১২, ২০১৬