| সকাল ১১:৫২ - শনিবার - ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে ১৫ লাখ টাকা ছিনতাই ঘটনায় দুই বিকাশ কর্মীর বিরুদ্ধে মামলা

গফরগাঁও প্রতিনিধি,১০জানুয়ারি ২০১৬ঃ  
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিকাশের ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে বিকাশের দুই কর্মীর বিরুদ্ধে ছিনতাই আইনে মামলা হয়েছে । গত শনিবার রাতে উপজেলার পাগলা থানায় বিকাশ এজেন্ট চ্যানেল এন্টারপাইজের ক্যাশিয়ার সুমন বাদী হয়ে বিকাশকর্মী মারুফ আহমেদ সুমন , মোস্তাক  আহমেদ খান ও সিএজি চালক রফিজ মিয়াসহ ৬জনকে আসামি মামলা দায়ের করেন ।
জানা যায়, গত শনিবার সকাল ১১টার দিকে বিকাশ কর্মী  মারুফ আহমেদ ও মোস্তাকা আহমেদ ভালুকা উপজেলা স্কয়ার মাষ্টারবাড়ির বিকাশ এজেন্ট চ্যানেল এন্টারপাইজের  ১৫ লাখ টাকা গফরগাঁওয়ের মশাখালী বাজারে নিয়ে আসার পথে মুখী-মশাখালী সড়কের কাজলার বন এলাকায় ওই টাকা ছিনিয়ে নেয় ৬/৭জন ছিনতাইকারী । বিষয়টি মোবাইলে জানা জানি হলে  মশাখালী-গফরঁগাও সড়কের ধামাইল এলাকায় ছিনতায়ে ব্যাবহত সিএনজি জনতা আটক করে ভাংচুর করে । এসময় সিএনজি চালক রফিজ মিয়াকে আটক করলেও ছিনতাই কারীরা পালিয়ে যায় ।
উপজেলার পাগলা থানার ওসি চাঁন মিয়া বলেন, বিকাশের টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। ২বিকাশর্কমী ও সিএনজি চালক রফিজকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে  ।

সর্বশেষ আপডেটঃ ৮:২৬ অপরাহ্ণ | জানুয়ারি ১০, ২০১৬