| দুপুর ১:১৬ - মঙ্গলবার - ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ থেকে ছিনতাইকৃত স্বর্ণলংকার সাভারে উদ্ধার গ্রেফতার তিন

শাহ আলম উজ্জ্বল,৯ জানুয়ারি ২০১৬ঃ  ময়মনসিংহ শহর থেকে ছিনতাইয়ের দুই মাস পর সাভারের আনন্দপুর এলাকা হতে ছিনতাইকৃত স্বর্ণলংকার ও প্রাইভেটকারসহ তিন ছিনতাইকারীকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার সহকারী পুলিশ সুপার এম.এ. রশিদ জানান ময়মনসিংহ শহরের শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে গত বছরের ৮ নভেম্বর দিন দুপুরে গৃহবধু নাসরিন সুলতানাকে একা পেয়ে ছিনতাইকারীরা ডিবি পুলিশ পরিচয় দিয়ে কৌশলে স্বর্ণলংকার ও মোবাইল ফোন নিয়ে প্রাইভেটকার যোগে পালিয়ে যায়।
এ ব্যাপারে গৃহবধু নাসরিন সুলতানা বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা নং-৩৬(১১)১৫ দায়ের করে,পুলিশ সুপার মঈনুল হক মামলাটি জেলা গেয়েন্দা পুলিশকে (ডিবি) তদনে-র নির্দেশ দেন। পরে গেয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মফিজুল ইসলাম মফিজ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ছিনতাইকারীদের সনাক্ত করে।
ময়মনসিংহ জেলা গেয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলাম মফিজ, মামলার তদন-কারী কর্মকর্তা ফারুক আহম্‌েদ,উপ-পরিদর্শক মনিরুজ্জামান,সহকারী উপ-পরিদর্শক শামীম হোসেন সঙ্গীয় পুলিশ নিয়ে গতরাতে ঢাকার সাভারের আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকৃত স্বর্ণলংকার উদ্ধার এবং ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেটকার ঢাকা-মেট্রো-গ-১৩-৫৬০৭সহ ছিনতাইকারী হারুন মল্লিক(৩৭),খোকন মিয়া (৫২) ও আমিনুল ইসলামকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হারুন মল্লিকের বাড়ি মুন্সিগঞ্জের মাকহাটি,খোকন মিয়ার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গয়েসপুরও আমিনুল ইসলামের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার রানা খড়িয়া গ্রামে বলে পুলিশ জানিয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৮:৪৫ অপরাহ্ণ | জানুয়ারি ০৯, ২০১৬