| দুপুর ২:৩৯ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মুক্তাগাছায় সনাক স্বজন ইয়েস ইয়েসফ্রেন্ডস ওয়াইপ্যাকের সমন্বয় সভা

মুক্তাগাছা প্রতিনিধি,৯ জানুয়ারি ২০১৬ঃ   ”দুর্নীতি প্রতিরোধে সক্রিয় হই এক সাথে….এখনই” এ শ্লোগানকে সামনে রেখে টিআইবির সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি (সনাক) মুক্তাগাছার আয়োজনে সনাক,স্বজন,ইয়েস, ইয়েসফ্রেন্ডস ও ওয়াইপ্যাক (ফিপ্‌থ) পার্টির সমন্বয় সভা টাঙ্গাইল বন বিভাগের দোখলা রেঞ্জের চুনিয়া কটেজে অনুষ্টিত হয়।
গত শুক্রবার সকাল ১০টায় সনাক সভাপতি অধ্যক্ষ এখলাছুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতেই জাতীয় সঙ্গীত ও টিইবির থিম সঙ্গীত বাজানো হয়। পরে সনাক সদস্য মোঃ মোখলেছুর রহমানের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে ফিপ্‌থ পার্টির সকল সদস্যবৃন্দ দুর্নীতি বিরোধী শপথ পাঠ করেন। সন্‌াক সদস্য প্রভাষক মাহবুবুল আলম রতনের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সনাক সহ সভাপতি মলীনা রানী দত্ত। এসময় বক্তব্য রাখেন, সমন্বয় সভার আহবায়ক অধ্যাপক আখতারুজ্জামান, স্বজনের সমন্বয়ক মোহাম্মদ মোজাহিদুর রহমান, ওয়াইপ্যাক সদস্য আমিনুল ইসলাম, ইয়েস দলনেতা তানজিনা আক্তার লিপি, ইয়েসফ্রেন্ডস সমন্বয়ক জুবাইর আহমাদ। টিআইবির বিবেক প্রকল্পের সম্পাদিত ও অসম্পাদিত কাজের মূল্যায়ন ও পর্যালোচনা তুলে ধরেন এরিয়া ম্যানেজার সিই, টিআইবি মোঃ ইকরাম হোসেন। সনাক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সনাক পরিবার সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে দলীয় আলোচনা (৭টি পৃথক দলে)র নেতৃত্ব দেন প্রোগ্রাম ম্যানেজার সিই-টিআইবি, ময়মনসিংহ ক্লাষ্টার করুনা কিশোর চক্রবর্তী। প্রথম পর্বের শেষ অংশে অনুষ্ঠিত হয় দুর্নীতি প্রতিরোধে সনাক এর স্বেচ্ছাব্রতী প্রয়াস: নির্বাচিত খাত ও প্রতিষ্ঠানের কার্যকর পরিবর্তন আনয়ন এবং সনাককে আরও শক্তিশালী ওকার্যকর করতে আরও যা যা করতে পারি সনাক পরিবারের একজন হিসেবে নিজের ভূমিকার বিশ্লেষন পূর্বক আত্বভাবনা, আত্বকথন, মুক্তবাক, মুক্তসংলাপ। দ্বিতীয় পর্বে শুরু হয় বার্ষিক বনভোজনের কার্যক্রম। এসময় সকল সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় রাফেল ড্র, লটারী ও গান।

সর্বশেষ আপডেটঃ ৮:৩৫ অপরাহ্ণ | জানুয়ারি ০৯, ২০১৬