| দুপুর ১:৫১ - সোমবার - ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি

বাজিতপুরে মারধরের ঘটনায় ৫ দিন পর হাসপাতালে মৃৃত্যু

বাজিতপুর সংবাদদাতা,৯ জানুয়ারি ২০১৬ঃ  কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বলিয়াদী ইউনিয়নের পশ্চিম হাটি গ্রামের পাশে গত ৪-৫ দিন আগে ইয়াবা ব্যবসায়ী এরশাদ মিয়াসহ ৪-৫ জন লোক হাফেজ মহিউদ্দিন (৪০) কে সমস্ত শরীরে পেটায় বলে তার বড় ভাই সালাউদ্দিন সন্ধায় সাংবাদিক দের জানান। শনিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাফেজ মহিউদ্দিন কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহত হাফেজ মহিউদ্দিনের মা বাজিতপুর পৌরসভার নবনির্বাচিত ২নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর  সালেহা বেগম মুঠো ফোনে জানান, তার ছেলে প্রতি পক্ষের লোক জনের আঘাতের কারনে হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েছে বলে উল্লেখ করেন। রিপোর্ট লেখা পর্যন্ত এখনো পর্যন্ত ময়না তদন্ত হয়নি।

সর্বশেষ আপডেটঃ ৮:৩২ অপরাহ্ণ | জানুয়ারি ০৯, ২০১৬