| বিকাল ৪:৪৮ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাজিতপুরে পাইকারি কাঁচা বাজারে ব্যবসায়িদের এখন দূর্দিন

মহিউদ্দিন লিটন,৮ জানুয়ারি ২০১৬ঃ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সব চেয়ে বড় পাইকারি বাজার পিরিজপুরে গত ৭ দিন ধরে শিতকালীন পিয়াজের মাথা, টমেটো, গাজর, কাঁচা মরিচ, শিম, গোল আলুসহ বিভিন্ন জাতের সবজিতে প্রতি কেজিতে ৫ থেকে ৬ টাকা হারে লোকসান গুনতে হচ্ছে বলে আড়তদার ব্যবসায়ীরা  শুক্রবার সকালে এই সংবাদদাতা কে জানিয়েছেন। এছাড়া এসব ব্যবসায়ীরা  প্রতিদিন লোকসান গুনতে গিয়ে দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই তথ্য পিরিজপুর কাচাঁ বাজার মালিক সমিতির সভাপতি  জানিয়েছেন। শুক্রবার সরেজমিন গিয়ে দেখা যায় বিক্রি, প্রতি কেজি পেয়াজের মাথা ৮ টাকা দরে কিনে ৫ টাকায় বিক্রি, কাঁচা মরিচ প্রতি কেজি ১৯ টাকা দরে কিনে ১৪ থেকে ১৫ টাকায় বিক্রি, শিম প্রতি কেজি ২২ টাকা দরে কিনে ২০ টাকায় বিক্রি, প্রতি কেজি আলু ১৮ টাকা দরে কিনে ১৫ টাকায় বিক্রি, গাজর প্রতি কেজি ২০ টাকায় কিনে ১৬ টাকায় বিক্রি, টমেটো প্রতি কেজি ১৫ টাকায় কিনে ১২ টাকায় বিক্রি করার ফলে প্রতি দিন একেক জন পাইকারি ব্যবাসায়ী ট্রাক ভাড়াসহ ৩ থেকে ৪ হাজার টাকা গচ্ছা দিচ্ছেন যা কটিয়াদির মসুয়ার পাইকারি ব্যবসায়ী নজরুল ইসলাম এ হতাশার কথা বর্ণনা করেন। অন্য দিকে বিভিন্ন জাতের কলা কৃষকদের নিকট থেকে প্রতি ছরি ১৫০ টাকায় কিনে ১৩০ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছে বলে জানা গেছে।

সর্বশেষ আপডেটঃ ৭:৫৯ অপরাহ্ণ | জানুয়ারি ০৮, ২০১৬