| সকাল ১০:১৩ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

কটিয়াদি উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক কম্পিউটার, ল্যাপটপ সহ অন্যান্য ইলেক্ট্রনিক্স সামগ্রী প্রদান

লোকলোকান্তর ডেস্ক,৭ জানুয়ারি ২০১৬ঃ  গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক গঠিত  আইপিএম/ আইসিএম ক্লাবসহ বিভিন্ন কৃষক সংগঠনগুলি থেকে বাছাইকৃত কিছু সংগঠনকে কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র হিসেবে নির্বাচন করে সে কেন্দ্রের মাধ্যমে এলাকার কৃষকগণকে কৃষি তথ্য সেবা দেয়া হচ্ছে। কেন্দ্রটি পরিচালনার জন্য কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, ক্যামেরা, মাল্টিমিডিয়া সহ প্রয়োজনীয় ইলেক্ট্রনিক্স ডিভাইস দেয়া হয়েছে। সেই সাথে তাদেরকে কেন্দ্র পরিচালনার জন্য স্বল্পকালীন প্রশিক্ষণও দেয়া হয়েছে। বর্তমানে দেশব্যাপী ২৪৫টি কেন্দ্র তাদের কার্যক্রম সফলতার সাথে পরিচালনা করছে। সমীক্ষায় দেখা গেছে, প্রতিটি এআইসিসি থেকে দৈনিক ২২- ২৫ জন মানুষ তথ্য সেবা পেয়ে উপকৃত হচ্ছেন। এই সফলতা দেখে বর্তমান কৃষি বান্ধব সরকার নতুন করে আরও কিছু কৃষক সংগঠনকে কৃষি তথ্য ও যোগাযোাগ কেন্দ্র হিসেবে রূপদান করে তাদেরকে প্রয়োজনীয় ইলেক্ট্রনিক্স ডিভাইস প্রদান করে কৃষি উন্নয়নে আরও গতিশীলতা আনয়নের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে প্রয়াস চালিয়ে যাচ্ছে। কৃষি তথ্য সার্ভিসের প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে সরকারের আইসিটি বিভাগের আওতায় পরিচালিত ইনফো-সরকার প্রকল্পের (ফেজ-২) সহায়তায় দেশব্যাপী আরও ২৫৪টি এআইসিসি স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এরই অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলাস’ কটিয়াদি উপজেলার গাংকুলপাড়া পুরুষ সিআইজি (ফসল) সমবায় সমিতিকে সম্প্রতি কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র হিসেবে নির্বাচন করা হয় এবং গত ৫ জানুয়ারি, ২০১৬ খ্রিঃ আনুষ্ঠানিকভাবে ইলেক্ট্রনিক্স ডিভাইসসমূহ ক্লাব কমিটির নিকট হস্তান্তর করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোজাহার হোসেন আহম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আরও উপসি’ত ছিলেন কৃষি তথ্য সার্ভিস, ময়মনসিংহ আঞ্চলিক অফিসের সহকারী তথ্য অফিসার(অ.দা) কাজী গোলাম মাহবুব, উপজেলা কৃষি অফিসের সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ মিয়া সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা এবং গাংকুলপাড়া পুরুষ সিআইজি (ফসল) সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ ।

সর্বশেষ আপডেটঃ ৭:০৮ অপরাহ্ণ | জানুয়ারি ০৭, ২০১৬