| রাত ১২:২৫ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নান্দাইলে সংখ্যালঘুকে কুপিয়ে জখম ঃ মামলা করায় নিরাপত্তাহীনতায় পরিবারটি

 

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ ৭ জানুয়ারি ২০১৬, বৃহস্পতিবার,

ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের রায়পাশা গ্রামের অমল কুমার রায় নামে এক সংখ্যালঘুকে রাম দা দিয়ে মাথায় কুপিয়ে জখম করেছে কতিপয় সন্ত্রাসী। মামলা করায় পরিবারটি এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।

নান্দাইল মডেল থানার মামলা-নং ০৩ (১)/১৬ এর বিবরনে জানা যায়,কিশোরগঞ্জ গ্রীণ লীফ এগ্রো কোম্পানীতে কর্মরত রায়পাশা গ্রামের বাসিন্দা মৃত সুধীর চন্দ্র রায়ের ছেলে অমর কুমার রায় (৩৬)কে একই গ্রামের ওয়ারিশ উদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী গত ৩১ ডিসেম্বর/১৫ আনুমানিক দুপুর ২.৩০ মিঃ আসামীদের বাড়ীর পাশ দিয়ে কিশোরগঞ্জ কর্মস’লে যাওয়ার পথে রামদা দিয়ে কুপিয়ে মাথায় মারাত্নক জখম করে। আহত অবস’ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে নান্দাইল মডেল থানায় অমল কুমার রায় বাদী হয়ে মামলা করলে বেপরোয়া হয়ে উঠে হামলাকারীরা। প্রকাশ্যে দেশীয় অস্ত্রনিয়ে মহড়া দিচ্ছে ওই সন্ত্রাসীরা। সরেজমিনে এলাকায় গেলে জানা যায় ,যেকোন সময় সংখ্যালঘু পরিবারের সদস্যরা হামলা স্বীকার হতে পারেন বলে আশংকা করছেন গ্রাম বাসী।মামলার তদনত্মকারী কর্মকর্তা এস.আই আব্দুল মোতালিব চৌধুরীকে ফোনে জিজ্ঞাসা করলে তিনি বলেন, অবিলম্বে আসামীদের গ্রেফতার পূবর্ক আইনের আওতায় আনা হবে।#

সর্বশেষ আপডেটঃ ৫:০৩ অপরাহ্ণ | জানুয়ারি ০৭, ২০১৬