| রাত ৯:৩১ - রবিবার - ২১শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বেসিক ব্যাংকের সাবেক তিন কর্মকর্তা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক | ৭ জানুয়ারি ২০১৬, বৃহস্পতিবার,

বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় করা মামলায় প্রতিষ্ঠানটির সাবেক তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত কর্মকর্তারা হলেন- সাবেক দুই উপব্যবস্থাপনা পরিচালক ফজলুস সোবহান ও মো. সেলিম এবং সহকারী মহাব্যবস্থাপক শিপার আহমেদ। ইতিমধ্যে তিনজনকে বেসিক ব্যাংক বরখাস্তও করেছে। এর আগে বৃহস্পতিবার ঋণ জালিয়াতি তদন্তের অংশ হিসেবে দুদকের একটি দল সাবেক ওই তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের কার্যালয়ে নিয়ে যায়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জিজ্ঞাসাবাদ শেষে তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, বেসিক ব্যাংকের সাড়ে চার হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনায় গত বছরের সেপ্টেম্বরে ৫৬টি মামলা করে দুদক। এই তিনজন কয়েকটি মামলার আসামি।

সর্বশেষ আপডেটঃ ৪:৫১ অপরাহ্ণ | জানুয়ারি ০৭, ২০১৬