| দুপুর ১২:২৬ - সোমবার - ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

শান্তিপূর্ণভাবে সমাবেশ করায় ২ নেত্রীকে কবুল করুন–ফুলবাড়ীয়ায় ইসলামী সম্মেলনে- মাও. তারেক

 
আ. জব্বার, ফুলবাড়ীয়া : ৬ জানুয়ারি ২০১৬, বুধবার,

আমাদের দেশে দীর্ঘ ৮বছর পর শানিত্মপূর্ণভাবে ২ নেত্রী সমাবেশ করেছেন- ইসলামের জন্য ২ নেত্রীকে মহান আলস্নাহ তা’আলা কবুল করম্নন। আনত্মর্জাতিক খ্যাতি সমপন্ন মুফাসসিরে কোরআন, ইউরোপের সর্ববৃহৎ লন্ডন মসজিদের খতিব, এ,টি,এন, বাংলার ইসলামীক আলোচক আলহাজ্ব হযরত মাও. তারেক মনোয়ার এ কথা বলেন।  বুধবার ফুলবাড়িয়া উপজেলার ২নং পুটিজানা ইউনিয়নের বড়খিলা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এক বিশাল ওয়াজ মাহফিলে তিনি তার বক্তব্যে আরো বলেন, আমরা শানিত্ম চাই, যারা ইসলামের বিরম্নদ্ধে কথা বলবে, তাদের সাথে আমাদের কোন সর্ম্পক,নেই। ইসলাম সম্পর্কিত সকল কাজ কর্মের সাথে আমরা আছি। টুপি ও দাড়িওয়ালার সাথে জঙ্গির কোন সখ্যতা নেই। ফরমালিন দেয়ার কারণে কোন মানুষ মারা গেলে তার জবাব কেয়ামতের দিন ফরমালিনদাতাকেই দিতে হবে। উক্ত বিশাল ওয়াজ মাহফিলে প্রায় ১০হাজার ধর্মপ্রাণ নারী ও পুরুষ অংশ নেন।

সর্বশেষ আপডেটঃ ১০:০৯ অপরাহ্ণ | জানুয়ারি ০৬, ২০১৬