| দুপুর ১২:২০ - সোমবার - ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

শহরে অভিনব কায়দায় ছিনতাই

 

স্টাফ রিপোর্টার, ৬ জানুয়ারি ২০১৬, বুধবার,
শহরে মহিলা জঙ্গি ঢুকেছে। এজন্য মহিলাদের দেহ তল্লাশী করা হচ্ছে। আপনারা দাঁড়ান, আমরা ডিবি পুলিশের লোক। আপনাদের দেহ তল্লাশী করা হবে। তল্লাশীর কথা বলে ছিনিয়ে নিয়ে যায় ২ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার। এভাবেই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে শহরের বিপিন পার্কের সামনে। শহরের থানাঘাটের বাসিন্দা রিনা বেগম সাংবাদিকদের জানান,  বুধবার সকাল ৮ টার দিকে জয়নুল পার্ক থেকে আমরা ৩জন মহিলা পা হেটে বাসার দিকে আসছিলাম। বিপিন পার্কের কাছাকাছি আসলে কোটস্যুট পড়া একজন দৌড়ে এসে বলেন, শহরে মহিলা জঙ্গি ঢুকেছে তাই মহিলাদের দেহ তল্লাশীর করা হচ্ছে। শহরের বিভিন্‌ স’ানে এই তল্লাশী চলছে। এর পর একটা ডায়েরী বের করে ৩জনের নাম লেখা হয়। এবং ৩জনের স্বাক্ষরও নেয়া হয়। তারপর বলেন আপনাদের গলায় ও হাতে যা স্বর্নালংকার আছে তাহা খুলে দেন স্যার চেক করবেন। আপনাদের নামে কার্ড দেয়া হবে তাহলে সকালে হাটাহাটি করতে কো্‌ন সমস্যা হবেনা। ছিনতাইকারীরা সংখ্যায় ৪জন ছিল। এই তল্লাশীর নামে ৫ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পরপর আশপাশের লোকজন বুঝে উঠার আগে ছিনতাইকারীরা দ্রুত গতিতে সোনালী ব্যাংকের বিপরীত দিকে ব্রক্ষপুত্র চর দিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী জানায়, এই রোডে সকালে এবং সন্ধ্যার পর প্রায়ই বিভিন্ন কৌশলে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ##

সর্বশেষ আপডেটঃ ৯:৩৬ অপরাহ্ণ | জানুয়ারি ০৬, ২০১৬