| রাত ৩:৪৩ - বুধবার - ২৪শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ইংরেজী শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে- ময়মনসিংহে বেগম রওশন এরশাদ এমপি

 

স্টাফ রিপোর্টার, ৬ জানুয়ারি ২০১৬, বুধবার,
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি বলেছেন দেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে ইংরেজী শিড়্গার উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, তথ্য প্রযুক্তিসহ মানসম্পন্ন বিষয়ে লেখাপড়ার মাধ্যম হলো ইংরেজী। তাই ইংরেজীতে পড়ালেখা কথা বলায় শিক্ষার্থীদের আরো দক্ষতা অর্জন করতে হবে। এ লক্ষ্য অর্জনে শিক্ষকদের ইংরেজী শিক্ষা প্রদানের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি নারী শিক্ষায় অগ্রাধিকার এবং বাল্য বিয়ে বন্ধে আরো জোর দেয়ার আহবান জানান।
বুধবার সকালে ময়মনসিংহ শহরতলীর শম্ভুগঞ্জ জিকেপি ডিগ্রী কলেজের নয়া একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জিকেপি ডিগ্রী কলেজ গভর্নিং বডির সভাপতি ড. মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সালাহ উদ্দিন আহমেদ মুক্তি এমপি, পুলিশ সুপার মঈনুল হক, উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়জুল হক, ফয়জুর রহমান ফকির, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, কাজী আজাদ জাহান শামীম, অধ্যড়্গ সুলতানা পারভীন ও মোসলেম উদ্দিন প্রমূখ।
শিড়্গা প্রকৌশল অধিদপ্তর ১ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ৪তলা ফাউন্ডেশনের উপর দুতলা ভবন নির্মাণ করবে ঠিকাদারী প্রতিষ্ঠান এম.এস এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী খন্দকার মাহবুব হোসেন। চলতি বছরের ৪ নভেম্বর এই নয়া ভবনের নির্মাণকাজ সম্পন্ন হওয়ার কথা। #

সর্বশেষ আপডেটঃ ৫:৩১ অপরাহ্ণ | জানুয়ারি ০৬, ২০১৬