| দুপুর ১২:২২ - সোমবার - ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি

উপজেলা পরিষদ উপ-নির্বাচন উপলক্ষে হোসেনপুরে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা

 

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ৬ জানুয়ারি ২০১৬, বুধবার,
হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন উপলক্ষে হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বুধবার দুপুরে সংসদ প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: আব্দুস সালামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, নবনির্বাচিত পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক সহকারী কমান্ডার একে জামান, ডেপুটি কমান্ডার জামাল উদ্দিন, সহকারী কমান্ডার আব্দুল মোতালিব, আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন প্রমুখ। সভায় বক্তারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুস সালামকে আসন্ন উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের জন্য আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেয়ার দাবি জানান। মতবিনিময় সভায় উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যাক বীর মুক্তিযোদ্ধা উপসি’ত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ৪:৪৩ অপরাহ্ণ | জানুয়ারি ০৬, ২০১৬