ফুলপুরে গরু কেনা নিয়ে বিরোধে একজন খুন

ফুলপুর প্রতিনিধি,৫ জানুয়ারি ২০১৬:
ময়মনসিংহের ফুলপুরে গরু কেনা নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার এনামুল হক (৩৫) নামে একজন খুন হয়েছেন।
জানা যায়, রোববার পাঠাকাটা বাজারে গরু কেনা নিয়ে রামভদ্রপুর ইউনিয়নের মিচকিপাড়া গ্রামের গরু ব্যবসায়ী এনামুল হকের সাথে একই গ্রামের ছফির উদ্দিনের কথাকাটাকাটি হয়। এরই জের ধরে মঙ্গলবার সকালে গায়রা মোড়ে চায়ের দোকানে এনামুলের সাথে ছফির উদ্দিনের ছেলে মোস্তোফার ঝগড়া বাধে। এক পর্যায়ে মোস্তোফা চাকু দিয়ে এনামুল হককে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।