| বিকাল ৪:২৮ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

‘গণতন্ত্র না থাকলে জঙ্গিবাদের উত্থান হবে’–খালেদা জিয়া

অনলাইন ডেস্ক | ৫ জানুয়ারি ২০১৬, মঙ্গলবার,

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই জঙ্গিবাদের উত্থান হয়। আওয়ামী লীগের সঙ্গে যেন জঙ্গিবাদের একটি সম্পর্ক হয়ে গেছে। দেশে গণতন্ত্র না থাকলে জঙ্গিবাদের উত্থান হবে। বর্তমান সরকার ও সংসদকে অবৈধ দাবি করে তিনি বলেন, আজকে যারা ক্ষমতায় আছে তারা কোন বৈধ সরকার না। তারা যা করছে তাও বৈধ না। নির্বাচন কমিশনে যারা আছে তারা অথর্ব, মেরুদ-হীন। তারা আওয়ামী লীগের কাছে, হাসিনার কাছে সাহায্য চায়। তারা নাকি অসহায়। অসহায় হলে পদত্যাগ করুক। এই নির্বাচন কমিশন দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। বিকালে নয়া পল্টনে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, বিএনপি’র নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। তাদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। তুলে নিয়ে গুম করা হচ্ছে। এই গুম-খুন করে জনগণকে ঠেকিয়ে রাখা যাবে না। তিনি বলেন, বহু চেষ্টা করেছেন। এর আগে একবার চেষ্টা করেছেন একদলীয় শাসন কায়েম করার। এখন আবার করছেন। মানুষ গুম করে, খুন করে রাজতন্ত্র কয়েম করার যে চেষ্টা আপনারা করছেন, আমার মনে হয় তা কোন ভালো ফল বয়ে আনবে না। সরকার বিএনপি নেতাকর্মীদের ফাঁদে ফেলার জন্য কথায় কাথায় নতুন আইন করছেন বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপরসন। তিনি বলেন, জনগণকে কখনো আটকানো যায় না।

সর্বশেষ আপডেটঃ ৬:১৯ অপরাহ্ণ | জানুয়ারি ০৫, ২০১৬