| দুপুর ১২:৩৭ - মঙ্গলবার - ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কিশোরগঞ্জে উপজেলা পরিষদের পরিকল্পনা প্রণয়ন সভা

কিশোরগঞ্জ প্রতিনিধি, ৫ জানুয়ারি ২০১৬, মঙ্গলবার,
কিশোরগঞ্জে উপজেলা পরিষদের পরিকল্পনা প্রণয়ন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সভার উদ্বোধন করেন জেলা প্রশাসক জিএসএম জাফরউলস্নাহ্‌। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় জেলার ১৩টি উপজেলার উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউএনও ছাড়াও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপসি’ত ছিলেন। এতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শফিকুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের জেলা ফ্যাসিলিটেটর মো. মনির হোসেন মজুমদার, অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষিকা খালেদা ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। সভায় জানানো হয়, উপজেলা পরিষদকে অধিকতর কার্যকর, জবাবদিহিমূলক, জনবান্ধব এবং শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লড়্গ্যে বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি উপজেলা পরিষদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন এবং এর আলোকে উপজেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম পরিচালনার স্বার্থে উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট কারিগরী ও আর্থিক সহযোগিতা প্রদান করছে। এর অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা পরিষদের পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাসত্মবায়নে সম্ভাব্য চ্যালেঞ্জসমূহ চিহ্ণিতকরণ এবং মোকাবেলার কর্মপন’া নির্ধারণ করে পরিকল্পনা সুষ্ঠুভাবে বাসত্মবায়নের লড়্গ্যে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য এই সভার আয়োজন করা হয়। সভায় ১৩টি উপজেলার ইউএনওগণ নিজ নিজ উপজেলার পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনার সার-সংড়্গেপসহ পরিকল্পনা বাসত্মবায়নে সফলতা, প্রতিবন্ধকতা, অভিজ্ঞতা ও পরবর্তী করণীয় সম্পর্কে সুপারিশ উপস’াপন করেন।

সর্বশেষ আপডেটঃ ৬:১২ অপরাহ্ণ | জানুয়ারি ০৫, ২০১৬