| সকাল ৮:৩৭ - শনিবার - ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ধোবাউড়ায় লাউ চাষে স্বাবলম্বী

ধোবাউড়া প্রতিনিধি,৪ জানুয়ারি ২০১৬ঃ
লাউ চাষ করে স্বাবলম্বী হয়েছেন ধোবাউড়া উপজেলার রাজিবপুর গ্রামের কৃষক মামুন মিয়া(মুকুট)। তিনি ৭ বছর পূর্বে থেকে লাউ এর চাষ করে আসছেন। বর্তমানে তার দরিদ্রতা দূর হয়ে এখন স্বাবলম্বী। তিনি বলেন প্রতি বছর ৩০ হাজার টাকা খরচ করে ৭০ শতাংশ জমিতে লাউ চাষ করেন আর বিক্রি করেন ১ থেকে দেড় লক্ষ টাকায়। মামুন মিয়া বলেন প্রথম পর্যায়ে বীজ কম্পানির লোকজনের কাছ থেকে প্রশিক্ষণ এবং উপজেলা কৃষি অফিসের পরামর্শ নিয়ে এমন সফলতা সম্ভব হয়েছে। তবে তিনি আক্ষেপ করেছেন সেচের ব্যাবস’া না থাকায় আমি বেশী জমিতে লাউ এর চাষ করতে পারিনা। যদি বিদ্যুৎ আসতো এবং সরকারী কোন ঋন এর ব্যাবস’া হতো তাহলে আমি আরও ভালভাবে লাউসহ বিভিন্ন সবজি চাষ করতে পারতাম। উপজেলা কৃষি অফিসের উপসহাকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন বলেন কৃষকের যেকোন সমস্যা সমাধানে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে আসছে। সেই পরামর্শকে কাজে লাগিয়ে কৃষকরা সবজি চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান বলেন মেধা,শ্রম ও পরিশ্রম দ্বারা যেকোন কৃষকই তার ভাগ্যের পরিবর্তন করতে পারেন তার প্রমান হচ্ছে কৃষক মামুন মিয়া।

সর্বশেষ আপডেটঃ ৭:৩৮ অপরাহ্ণ | জানুয়ারি ০৪, ২০১৬