| দুপুর ১:১৬ - রবিবার - ২১শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আইনজীবীকে লাঞ্ছিত ও টাকা-পয়সা লুটের ঘটনায় কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান কারাগারে

কিশোরগঞ্জ প্রতিনিধি, ৪ জানুয়ারি ২০১৬, সোমবার,
আইনজীবীকে লাঞ্ছনা ও টাকাপয়সা লুটের ঘটনায় দায়ের করা মামলায় করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান সোনা মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার সকালে কিশোরগঞ্জের ৬নং আমলগ্রহণকারী আদালতে হাজির হয়ে ইউপি চেয়ারম্যান সোনা মিয়ার জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলাউল আকবর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, জেলার করিমগঞ্জ দেওয়ানি আদালতের সহকারী জজ মো. শফিকুর রহমান ২০১৩ সালে একটি জমি সংক্রানত্ম মামলার স’ানীয় তদনেত্মর জন্য অ্যাডভোকেট আব্দুল আউয়ালকে দায়িত্ব দেন। অ্যাডভোকেট আব্দুল আউয়াল তদনেত্ম ঘটনাস’লে গেলে ইউপি চেয়ারম্যান সোনা মিয়া ও তার ছেলে সায়েমসহ কয়েকজন তদনত্ম কাজে বাধা দেন। এক পর্যায়ে তারা আইনজীবীকে লাঞ্ছিত করে তার কাছ থেকে টাকাপয়সা কেড়ে নেন। এ ব্যাপারে আইনজীবী আব্দুল আউয়াল বাদী হয়ে ইউপি চেয়ারম্যান সোনা মিয়া ও ছেলে সায়েমসহ ৫ জনকে আসামী করে করিমগঞ্জ থানায় মামলা (নং-৮৯) করেন। সোমবার চেয়ারম্যান আসাদুজ্জামান সোনা মিয়া আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলাউল আকবর আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সর্বশেষ আপডেটঃ ৬:২২ অপরাহ্ণ | জানুয়ারি ০৪, ২০১৬