| সকাল ৯:৩৪ - শনিবার - ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

যুবলীগ কর্মী হত্যা: নবনির্বাচিত মেয়রসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক | ৩ জানুয়ারি ২০১৬, রবিবার,

ময়মনসিংহের ত্রিশালে যুবলীগ কর্মী পারভেজকে কুপিয়ে হত্যা ঘটনায় ত্রিশাল থানায় নবনির্বাচিত মেয়র, কাউন্সিলরসহ ১৫জনের বিরুদ্ধে মামলা হয়েছে।  শনিবার রাতে নিহতের পিতা ইব্রাহিম বাদী হয়ে ত্রিশাল পৌরসভার নবনির্বাচিত মেয়র এ.বি.এম আনিছুজ্জামান, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মেহেদী হাসান নাসিম ও বিভিন্ন পর্যায়ের নেতা এবং মেয়র সমর্থকসহ ১৫ জনের বিরুদ্ধে  হত্যা মামলা (নং-১) দায়ের করেন। মামলার অন্য আসামীরা হচ্ছেন- বাবু, সারোয়ার, সাব্বির, মতিউর রহমান চানু, মারুফ, মাজহারুল ইসলাম সুমন, চানু মিয়া, সাদ্দাম হোসেন, জাকিবুল হাসান রনি, মাহবুবুল আলম পারভেজ, হুমায়ুন আকন্দ, জিয়াউর রহমান ও সুমন। ইতোমধ্যে মাজহারুল ইসলাম সুমন ও  চানু মিয়াকে  গ্রেপ্তার করা হয়েছে বলে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকতা মনিরুজ্জামান জানান।
উল্লেখ্য, শুক্রবার রাতে যুবলীগ কর্মী পারভেজকে দুবৃর্ত্তরা কুপিয়ে হত্যা করে।

সর্বশেষ আপডেটঃ ৪:২৪ অপরাহ্ণ | জানুয়ারি ০৩, ২০১৬