| দুপুর ১২:৪৯ - সোমবার - ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

প্রাথমিক সমাপনী পরীক্ষায় গফরগাঁওয়ের আদর্শ শিশু নিকেতন শীর্ষে

আজহারুল হক, গফরগাঁও ঃ ২ জানুয়ারি ২০১৬, শনিবার,
গত ৩১ ডিসেম্বর প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এবারো শীর্ষ স্থান ধরে রেখেছে আদর্শ শিশু নিকেতন। বিদ্যালয়টি থেকে এ বছর ৯৯ জন পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ করার পাশাপাশি ৭১ জন জিপিএ ৫ পেয়েছে। এছাড়াও ২৪ জন ‘এ’ ৩ জন এ মাইনাস ও ১ জন বি গ্রেডে উত্তীর্ন হয়েছে।  আদর্শ শিশু নিকেতনের অধ্যক্ষ আব্দুস সাত্তার জানান, প্রতিষ্ঠানটি গফরগাঁও উপজেলায় ৫ম বারের মতো শীর্ষস’ান ধরে রেখেছে। পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে স’ানীয় এবং জাতীয় পর্যায়ে প্রতিভার স্বাক্ষর রাখছে।

সর্বশেষ আপডেটঃ ৬:৩৬ অপরাহ্ণ | জানুয়ারি ০২, ২০১৬