| বিকাল ৫:১৮ - মঙ্গলবার - ২৬শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই রমজান, ১৪৪৫ হিজরি

৫ই জানুয়ারি কর্মসূচী পালন করবে আওয়ামী লীগ

৫ই জানুয়ারি ‘গণতন্ত্র রক্ষা দিবস’ পালনের অংশ হিসেবে আওয়ামী লীগ দলীয়ভাবে কর্মসূচী পালন করবে বলে জানিয়েছেন দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান তিনি। উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ৫ই জানুয়ারি আওয়ামী লীগের কর্মসূচী থাকবে। দু’একদিনের মধ্যেই তা জানিয়ে দেয়া হবে। বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার সমালোচনা করে এসময় তিনি  বলেন, খালেদা জিয়া ষড়যন্ত্রের মাধ্যমে অগণতান্ত্রিকভাবে সরকার পতনের ষড়যন্ত্র করছেন। অতীতে তিনি আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় আসতে চেয়েছিলেন। কিন্তু জনগন তা প্রত্যাখ্যান করেছিল। তিনি বলেন, শীঘ্রই সরকার পরিবর্তনের যে কথা খালেদা জিয়া বলেছেন তাতে বোঝা যায় তিনি ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপির নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের এই নেতা বলেন, নতুন বছরে আন্দোলনের হুমকি দিয়ে কোন লাভ হবেনা। নির্বাচন হবে ২০১৯ সালে। ‘হিংস্র’ ‘হায়েনা’ ‘ডাইনি’ শব্দগুলো বিএনপি নেত্রী খালেদা জিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য বলে মন্তব্য করেন ড. হাছান মাহমুদ। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ৪:৩১ অপরাহ্ণ | জানুয়ারি ০২, ২০১৬