| রাত ১:৪৫ - বুধবার - ২৪শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

১১ই জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতির ঘোষণা

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা | ২ জানুয়ারি ২০১৬, শনিবার,

আগামী ১১ই জানুয়ারি থেকে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে পূর্ণ কর্মবিরতির ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির মহাসচিব অধ্যাপক এএসএম মাকসুদ কামাল। ঘোষিত বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বৈষম্যের শিকার হয়েছেন উল্লেখ করে শিক্ষকদের দাবি পূরণ করে নতুন গেজেট প্রকাশের আগ পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানান মাকসুদ কামাল। তিনি বলেন, ৩রা জানুয়ারি সব পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকরা কালোব্যাজ ধারণ করে ক্লাশে যাবে। তারা কর্মবিরতি কর্মসূচির বিষয়ে শিক্ষার্থীদের অবহিত করবেন। ৭ই জানুয়ারি সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত কর্মবিরতি পালিত হবে। ১০ই জানুয়ারি বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তণের দিনে কোন কর্মসূচি দেয়া হয়নি। পরের দিন ১১ই জানুয়ারি থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু হবে। মাকসুদ কামাল বলেন, কর্মসূচি চলাকালে সরকারের তরফে আলোচনার জন্য ডাকা হলেও কর্মসূচি চলবে। বেতন কাঠামো ঠিক করে নতুন করে প্রজ্ঞাপণ জারি না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

সর্বশেষ আপডেটঃ ৪:১৫ অপরাহ্ণ | জানুয়ারি ০২, ২০১৬