| সকাল ৯:১২ - মঙ্গলবার - ২৩শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ - ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ২রা জিলকদ, ১৪৪৪ হিজরি

ময়মনসিংহ বিভাগে আড়াই কোটি বই বিতরন উদ্বোধন করেন বিভাগীয় কমিশশনার

 

শাহ আলম উজ্জ্বল, ১ জানুয়ারি ২০১৬, শুক্রবার,
উৎসব মূখর পরিবেশে শিক্ষা নগরী দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহে আজ শুক্রবার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে বই বিতরন উৎসব শুরু হয়েছে। নব গঠিত দেশের অষ্টম বিভাগীয় শহর ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল ও মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে আজ শুক্রবার সকালে পৃথক অনুষ্ঠানে বই বিতরন উৎসব উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন। বই বিতরন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী কাজল,পুলিশ সুপার মঈনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন জাহান, পৌর মেয়র ইকরামুল হক টিটু, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক হারুন অর রশিদ, জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আমীর আহমেদ চৌধুরী রতন প্রমুখ। নবগঠিত দেশের অষ্টম বিভাগের ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা ও শেরপুর এই ৪ জেলায় মোট ১০ হাজার ৭৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৩ লাখ ৩৯ হাজার ৮২১ শিক্ষার্থীর মাঝে ২ কোটি ৬৪ লাখ ৮৫ হাজার ৫৮৩ বিতারণ করা হয়েছে ।
বিভাগের ৪ জেলার মধ্যো ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলার ১ হাজার ১৪টি বিদ্যালয়ে এবছর ৪ লক্ষ ৭৮ হাজার শিক্ষার্থীর মাঝে ৭৭ লক্ষ ১৫ হাজার নতুন বই বিতরন করা হচ্ছে। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা বেজায় খুশি এবং শিশুরা বই উৎসবে মেতেছে।

সর্বশেষ আপডেটঃ ৯:৪৭ অপরাহ্ণ | জানুয়ারি ০১, ২০১৬