| রাত ৩:৫২ - সোমবার - ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

হোসেনপুরে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ১ জানুয়ারি ২০১৬, শুক্রবার,

হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে পাঠপুসত্মক বিতরণ করা হয়েছে। পাঠপুস্তক বিতরণ উৎসব উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তরফদার সোহেল রহমান। শুক্রবার সকালে বিদ্যালয় মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক মোসত্মাফিজুর রহমান মোবারিছ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরম্নল ইসলাম নুরম্ন মিয়া,সাধারণ সম্পাদক শাহ্‌ মাহবুবুল হক,ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সেলিনা সারোয়ার,প্রধান শিক্ষক বেগম জিন্নাত আক্তার,উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাদিকুর রহমান,বিশিষ্ট সমাজসেবক মোসলেহ উদ্দিন প্রমুখ। এ দিকে হোসেনপুর ১নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক সত্মরের পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। পাঠপুসত্মক বিতরণ উৎসব উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তরফদার সোহেল রহমান। শুক্রবার সকালে বিদ্যালয় মাঠে ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাদিকুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল আহাদ বুলবুল, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ৯:১২ অপরাহ্ণ | জানুয়ারি ০১, ২০১৬