| সকাল ১০:৪৭ - সোমবার - ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

বাজিতপুরে মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ্য বই বিতরণ

 

বাজিতপুর সংবাদদাতা ঃ ১ জানুয়ারি ২০১৬, শুক্রবার,
কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের স্বনামধন্য বিদ্যাপীঠ নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুলে শুক্রবার সকাল ১১ টায় বিদ্যালয় চত্বরে সহকারী প্রধান শিক্ষক ও উপজেলা শিড়্গক সমিতির সভাপতি মো. বজলুর রহমান এর সঞ্চালনায় পাঠ্য বই বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপসি’ত ছিলেন- কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন। উক্ত বই বিতরণে বক্তব্য রাখেন- সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইয়াকুব মিয়া, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্‌ মুহাম্মদ আফজল। প্রধান অতিথি বই বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে বলেন- বাজিতপুরে নাজিরম্নল ইসলাম কলেজিয়েট স্কুল ছাড়াও হাফেজ আ. রাজ্জাক পাইলট মডেল স্কুল, রাজ্জাকুন্নেছা স্কুল ও কলেজ, শিবনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয়, সুরবালা সৌদামিনি উচ্চ বালিকা বিদ্যালয়, আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়, ডুয়াইগাঁও সুলতানপুর উচ্চ বিদ্যালয়েও বই বিতরণ করা হয়। তিনি বলেন, অত্র বিদ্যালয়ের আবাসন, শিড়্গকদের অসুবিধা দূর করবেন বলে উলেস্নখ করেন।

সর্বশেষ আপডেটঃ ৬:৪৩ অপরাহ্ণ | জানুয়ারি ০১, ২০১৬