| সকাল ৮:৪৮ - শনিবার - ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে পুলিশের প্রথম রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুলস্নাহ আল মামুন

শাহ আলম উজ্জ্বল, ৩১ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার,
দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহ রেঞ্জের প্রথম রেঞ্জ ডিআইজি হিসেবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে নিয়োগ দেয়া হয়েছে। নবগঠিত ময়মনসিংহ বিভাগ অনুমোদনের ৩ মাস পর বৃহস্পতিবার পুলিশ হেড কোয়ার্টাসের উপ-মহাপরিদর্শক (অপারেশন) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সরকার ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দিয়েছে। ডিআইজি অফিসের সংস্কার কাজ দ্রুত গতিতে চলছে। ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হক জানান, পুলিশের ময়মনসিংহ রেঞ্জ অফিসের সংস্কার কাজ ৪/৫ দিনের মধ্যে শেষ হবে। ময়মনসিংহ রেঞ্জের প্রথম রেঞ্জ ডিআইজি হিসেবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে নিয়োগ দেয়ার বিষয়টি ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হক নিশ্চিত করেছেন। পুলিশ সুপার গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ রেঞ্জ অফিসের সংস্কার কাজ পরিদর্শন করেন।
ঢাকা বিভাগ ভেঙ্গে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা এই চারটি জেলা নিয়ে দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহ প্রশাসনিক বিভাগ অনুমোদনের পর গত ৭ ডিসেম্বর বন ও পরিবেশ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব জিএম সালেহ উদ্দিন বিভাগীয় কমিশনার হিসেবে যোগদান করেন।
নবগঠিত দেশের অষ্টম বিভাগের গনগনের সেবার লড়্গে অন্যান্য বিভাগের বিভাগীয় কর্মকর্তা স্বল্প সময়ের মধ্যে সরকার নিয়োগ দিবেন এটাই ময়মনসিংহবাসীর প্রত্যাশা।

সর্বশেষ আপডেটঃ ৭:৫৫ অপরাহ্ণ | ডিসেম্বর ৩১, ২০১৫