গফরগাঁওয়ে কাউন্সিলর পদে কারাগার থেকে বিপুল ভোটে জয়ী আনিছ

স্টাফ রিপোর্টার,৩১ ডিসেম্বর ২০১৫ঃ ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকেও গফরগাঁও পৌরসভার কাউন্সিলর পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন মোঃ আনিছুর রহমান। গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে পৌরসভার ৩নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলর প্রার্থী মোঃ আনিছুর রহমান ও সাধারণ সম্পাদক কাউন্সিলর প্রার্থী মোঃ আজিজুল হকের মধ্যে বিবদমান দু,গ্রুপের সংর্ঘষে জড়িয়ে পড়ে। এতে অপর প্রার্থী মোঃ আজিজুল হক মামলার বাদী হয়ে মোঃ আনিছুর রহমানসহ বেশ কয়েকজনকে মামলার আসামী করে । উক্ত মারামারির ঘটনায় মোঃ আনিছুর রহমান মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয় । পরে তাকে গফরগাঁও হাসপাতালে র্ভতি করা হয়। পরে গত ১৬ ডিসেম্বর গভীর রাতে গফরগাঁও হাসপাতালে চিকিৎসাধীন অবস’ায় গফরগাঁও থানায় পুলিশ তাকে গ্রেফতার করে। উক্ত ওয়র্াডে তিনজন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন । এরা হলেন পৌরসভার ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি আনিছুর রহমান (প্রাপ্ত ভোট ৩৮৫), সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক (প্রাপ্ত ভোট ১২৭) ও মোঃ আবদুল মোতালেব (প্রাপ্ত ভোট ২৪১)।