| দুপুর ২:৩৩ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শ্রীবরদীতে মেয়র পদে আ’লীগের প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত

শ্রীবরদী প্রতিনিধি,৩১ ডিসেম্বর ২০১৫:
গত ৩০ শে ডিসেম্বর শেরপুরের শ্রীবরদী পৌর নির্বাচনে ক্ষমতাসীন আ’লীগের মেয়র প্রার্থী মোঃ আবু সাইদ বিপুল ভোটে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। মেয়র পদে আ’লীগের নৌকা প্রতীকের আবু সাইদ ৭হাজার ৪শত ২৪ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি’র ধানের শীষ প্রতীকের আব্দুল হাকিম ৬ হাজার ৭শত ৭৭ ভোট ও বিএনপি’র বিদ্রোহী প্রার্থী শেরপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নারিকেল গাছ প্রতীকের আবু রায়হান মোহাঃ আল বেরুনী ৫১০ ভোট পেয়েছে। সাধারণ ওয়ার্ড কাউন্সিলর হিসেবে ১ নং ওয়ার্ডের বিএনপি’র প্রার্থী ইয়ানুছ আলী (৬১৪), ২ নং ওয়ার্ডে বিএনপি’র আনিছুজ্জামান খোকন (৯৫১), ৩ নং ওয়ার্ডে স্বতন্ত্র মনোয়ার হোসেন (৫২৩), ৪ নং ওয়ার্ডে স্বতন্ত্র তানভীর আহম্মেদ বাবলু (৪৫০), ৫ নং ওয়ার্ডে জাতীয় পার্টির সেলিম মিয়া (৭৮০), ৬ নং ওয়ার্ডে বিএনপি’র মহির উদ্দিন (৯২৮), ৭ নং ওয়ার্ডে আ’লীগের হাবিবুল্লাহ হাবি (৯০৫), ৮ নং ওয়ার্ডে আ’লীগের জাহাঙ্গীর আলম (৫৩৬), ৯ নং ওয়ার্ডে বিএনপি’র মিজানুর রহমান বাবু (৬১৫) ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়। ৩টি সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে ১,২ ও ৩ নং ওয়ার্ডে বিএনপি’র রুপালী বেগম, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের জাতীয় পার্টির দিলুয়ারা বেগম এবং ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের আ’লীগের রাবেয়া বেগম নির্বাচিত হয়েছে। বুধবার সন্ধায় শ্রীবরদী উপজেলা পরিষদ সভাকক্ষ সোমেশ্বরী কন্ট্রোল রুমে পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার ও শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোখলেছুর রহমান ৯টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ভোট মোতাবেক প্রার্থীদের বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষনা করেন।

সর্বশেষ আপডেটঃ ৭:০৪ অপরাহ্ণ | ডিসেম্বর ৩১, ২০১৫