| দুপুর ১২:৩৯ - শনিবার - ১৯শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহ ৯ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা ৫, ধানের শীষ ২ ও স্বতন্ত্র ২ জন বেসরকারী ভাবে জয়ী

স্টাফ রিপোর্টার,  ৩০ ডিসেম্বর ২০১৫, বুধবার,

ময়মনসিংহে ৯ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার ৫, ধানের শীষ ২ ও স্বতন্ত্র প্রার্থী ২ জন বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। মেয়র পদে বেসরকারী ভাবে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন-  ঈশ্বরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্‌্েরাহী স্বতন্ত্র প্রার্থী আঃ সাত্তার (নারিকেল গাছ) ৭ হাজার ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা বর্তমান মেয়র আওয়ামীলীগের প্রার্থী হাবিবুর রহমান (নৌকা) ৬ হাজার ৬২৬ ভোট পেয়েছেন।  নান্দাইল পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী রফিক উদ্দিন (নৌকা) ৯ হাজার ২৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা বর্তমান মেয়র বিএনপির প্রার্থী একেএম আজিজুল ইসলাম (ধানের) ৬ হাজার ২৬৪ ভোট পেয়েছেন।
ত্রিশাল পৌরসভায় আওয়ামী লীগের বিদ্‌্েরাহী স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র আঃ এবি এম আনিসুজ্জামান (জগ) ৭ হাজার ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা বিএনপির প্রার্থী আমিনুল ইসলাম সরকার (ধানের শীষ) ৫ হাজার ৮৩৩ ভোট পেয়েছেন।
গফরগাঁও পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব ইকবাল হোসেন সুমন (নৌকা) ১২ হাজার ৭৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা বিএনপির প্রার্থী আবদুল্লাহ আলম মামুন (ধানের শীষ) ৫৮৯ ভোট পেয়েছেন।  মুক্তাগাছা পৌরসভায় বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম (ধানের শীষ) ৯ হাজার ৩৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা জাতীয় পার্টির প্রার্থী আতাউর রহমান লেলিন (লাঙ্গল) ৫ হাজার ৩২০ ভোট পেয়েছেন।  গৌরীপুর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র সৈয়দ রফিকুল ইসলাম (নৌকা) ৭ হাজার ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা সাবেক মেয়র আওয়ামীলীগের বিদ্রোহী শফিকুল ইসলাম হবি (নারিকেল গাছ) ৪ হাজার ১৪৮ ভোট পেয়েছেন। ফুলপুর পৌরসভায় বিএনপির প্রার্থী আমিনুল হক (নৌকা) ৪ হাজার ৮৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা আওয়ামীলীগের প্রার্থী শশধন সেন (নৌকা) ৩ হাজার ৮৯২ ভোট পেয়েছেন।
ফুলবাড়ীয়া পৌরসভায় বর্তমান মেয়র আওয়ামী লীগের প্রার্থী গোলাম কিবরিয়া (নৌকা) ৭ হাজার ৭৯৫ ভোট পেয়ে পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা বিএনপির বিদ্রোহী প্রার্থী চান মাহমুদ (জগ) ৪ হাজার ৯৮ ভোট পেয়েছেন।
ভালুকা পৌরসভায় বর্তমান মেয়র আওয়ামী লীগের প্রার্থী ডাঃ মেজবাহ উদ্দিন (নৌকা) বিপৃুল ভোটে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা বিএনপির প্রার্থী হাতেম আলী খান (ধানের শীষ)। একটি কেন্দ্র স’গিত হওয়ার কারণে এরিপোর্ট লেখা পর্যন- সরকারীভাবে ফলাফল ঘোষনা করা হয়নি। ##

সর্বশেষ আপডেটঃ ১০:২৬ অপরাহ্ণ | ডিসেম্বর ৩০, ২০১৫