| বিকাল ৫:০০ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ফুলপুর একটি কেন্দ্র থেকে ব্যালট ছিনতাই

অনলাইন ডেস্ক | ৩০ ডিসেম্বর ২০১৫, বুধবার,

ময়মনসিংহ জেলার ফুলপুর পৌরসভার একটি কেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।   বুধবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রির্টানিং অফিসার সুব্রত পাল জানান, এ ঘটনা ছাড়া ফুলপুরে সুষ্ঠুভাবে নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ শেষে এখন গণনার কাজ চলছে। তবে ব্যালট ছিনতাইয়ের সঙ্গে কারা জড়িত তা জানাতে পারেননি তিনি।
প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ফুলপুরে আওয়ামী লীগ থেকে লড়ছেন শশধর সেন (নৌকা)। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শাহাজাহান (জগ) ছাড়াও অংশ নিচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক (ধানের শীষ)।  ন’টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে মোট ভোটার ১৮ হাজার ৯৬৭ জন। নির্বাচনে ভোটার উপস্থিতিও ছিল লক্ষ্য করার মতো।

সর্বশেষ আপডেটঃ ৪:৪০ অপরাহ্ণ | ডিসেম্বর ৩০, ২০১৫