| রাত ১১:৫৬ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০১তম জন্মবার্ষিকীতে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার | ২৯ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার,

বাংলাদেশের আধুনিক শিল্পকলা আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, বাংলাদেশের চিত্রগুরু, কিংবদনত্মী শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০১তম জন্মবার্ষিকী (২৯ ডিসেম্বর ২০১৫) উদ্‌যাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিয়ন্ত্রণাধীন ময়মনসিংহস্থ শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার উদ্যোগে সংগ্রহশালাতে ২৯ ডিসেম্বর ২০১৫ মঙ্গলবার বিকাল ০৩.০০টা থেকে ০৫.০০টা পর্যন্ত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা সংগ্রহশালা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন শিল্পী নগরবাসী বর্মণ,সহকারী অধ্যাপক, চারম্নকলা বিভাগ, জাতীয় কবি কাজী নজরম্নল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল,ময়মনসিংহ। উপসি’ত ছিলেন শিল্পী তপন কুমার সরকার, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, চারম্নকলা বিভাগ, জাতীয় কবি কাজী নজরম্নল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ এবং সভাপতিত্ব করেন সংগ্রহশালার উপ-কীপার(সম) ড.বিজয় কৃষ্ণ বণিক। শিশু শ্রেণি থেকে দশম শ্রেণির ছাত্র/ছাত্রীদের মোট চারটি বিভাগে বিভক্ত করে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। শিশু থেকে প্রথম শ্রেণি ক-বিভাগ আঁকার বিষয় উন্মুক্ত (ইচ্ছেমত),দ্বিতীয় শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি খ-বিভাগ আঁকার বিষয় শীতের সকাল,পঞ্চম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি গ-বিভাগ আঁকার বিষয় রাজাকার মুক্ত বাংলাদেশ এবং অস্টম শ্রেণি থেকে দশম শ্রেণি ঘ-বিভাগ আঁকার বিষয় জয়নুলের প্রতিকৃতি। প্রতিযোগিতায় ক-বিভাগে ৪৭ জন, খ-বিভাগে ৪০ জন, গ-বিভাগে ১৮ জন এবং ঘ-বিভাগে ১১ জনসহ মোট ১১৬ জন শিশু শিল্পী অংশগ্রহণ করে। আগামী ১৫ জানুয়ারি ২০১৬ বিকেল ৩.০০টায় জয়নুল ভাস্কর্য উন্মোচন, ৮৭ জন শিশু শিল্পীর ১২৭টি চিত্রকর্ম নিয়ে ০৭ দিনব্যাপি চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন, জয়নুল স্মরণ সভা এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সর্বশেষ আপডেটঃ ৭:০৩ অপরাহ্ণ | ডিসেম্বর ২৯, ২০১৫