| সকাল ৬:৫৪ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মুক্তাগাছায় হিন্দু ধর্ম সভা ও শ্রী শ্রী গীতা হোম যজ্ঞ অনুষ্ঠিত

মুক্তাগাছা প্রতিনিধি,২৮ ডিসেম্বর ২০১৫ঃ
মুক্তাগাছায় গত ২৫ ও ২৬ ডিসেম্বর ২ দিন ব্যাপী হিন্দু ধর্ম সভা গীতা হোম যজ্ঞ অনুষ্ঠিত হয়। মুক্তাগাছা শহরের লক্ষ্মীখোলাস’ বাবু ভবেশ কুমার বিশ্বাস বাড়ী সংলগ্ন এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় এ ধর্ম সভা উদ্বোধন করেন তপোবন আশ্রম , তুলাবাড়িয়া ফেনী এর অধ্যক্ষ শ্রীমৎ দুলালানন্দ পুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব মুক্তাগাছা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শ্রী স্বপন কুমার দাস। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ধর্ম তত্তালোচক, তপোবন আশ্রম, মুন্সীগঞ্জ শ্রী সুমনান্দ পুরী, আলোকবৃন্দ যথাক্রমে- ধর্ম প্রচারক ও লেখক স্বামী বিবেকানন্দ অনাথ আশ্রম গোপালগঞ্জ শ্রী বীরেন্দ্রনাথ মৈত্র, বিশিষ্ট ধর্ম তাত্ত্বিক উল্লাপাড়া সিরাজগঞ্জ শ্রীমৎ রবীন্দ্র ব্রহ্মাচারী, অনুষ্ঠান সঞ্চালনায় শ্রী সুব্রত দাস, তপোবন আশ্রম ফেনী। শ্রী শ্রী পরমহংস মহাযোগী শ্রীমৎ স্বামী সুরেশ্বারানন্দ পুরী গুরু মহারাজের নীতি আদর্শকে ভক্ত শীষ্যের মধ্যে আরো সমুন্নত করার লক্ষে তাঁরই সুভাগমনকে স্মরণালোকে উদ্ভাসিত করার জন্য আর্য্য ঋষি কৃষ্টি ও সনাতনী ভাবধারায় প্রেমানন্দী তত্ত্ব ও তথ্য সমৃদ্ধ মহতী ধর্মসভা ও শ্রী শ্রী গীতা হোম যজ্ঞ সপ্তদশ বার্ষিকী উদ্‌যাপন করার মানসে এ অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে শ্রী শ্রী গীতা হোম যজ্ঞ অনুষ্ঠিত হয় এবং আমন্ত্রিত ভক্ত শীষ্য বৃন্দদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৬:৩১ অপরাহ্ণ | ডিসেম্বর ২৮, ২০১৫