| সকাল ১০:৩০ - শনিবার - ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহে জাপার সাবেক এমপি মানিকসহ ১২জনের বিরুদ্ধে আদালতে মামলা

শাহ আলম, উজ্জল, ২৮ ডিসেম্বর ২০১৫, সোমবার,
মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আনিসুর রহমান মানিকসহ ১২জনের বিরুদ্ধে আজ সোমবার আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরনে জানাগেছে মহান স্বাধীনতা যুদ্ধের সময় ময়মনসিংহের ত্রিশাল উপ জেলার কাকচর গ্রামের ইউনুস আলী মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করায় আহামদাবাদ উচ্চ বিদ্যালয়ের ইনচার্জ কানিহারী ইউনিয়নের দেওপাড়া গ্রামের রাজাকার আব্দুল খালেকের ছেলে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য স্থানীয় রাজাকার কমান্ডার আনিসুর রহমান মানিক তার সহোদর ভাই মুকলেছুর রহমান মুকুল, শামসুল হক বাচ্চু, সাইদুর রহমান রতন, বিয়ার্তা গ্রামের আছমত ফকিরের ছেলে শামসুল হক ফকির, সুলতান ফকির, নূরুল হক ফকির, বহলী কান্দার মানিক মুন্সী রাজাকার, কুষ্টিয়া গ্রামের খাদেম রাজাকার, করিম রাজাকার ও একই ইউনিয়নের তালতলা গ্রামের মৌলভী মোফাজ্জল হোসেনের নামে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে একই ইউনিয়নের ইউনুস আলী ইনুর ছেলে রহুল আমিন বাদী হয়ে আজ সোমবার ময়মনসিংহের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবেদা সুলতানা এর আদালতে মামলাটি দায়ের করেন।  মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আসামীরা এলাকায় লুন্ঠন,মা-বোনদের ধর্ষন,বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দেয় এবং স’ানীয় ইউনুস আলী ইনু মুক্তিযোদ্ধাদের সহায়তা করায় আসামীরা তাকে বাড়ি থেকে ধরে নিয়ে নির্যাতন করে গুলি করে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয় বলে মামলায় বাদী উল্লেখ করেছে। মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট পিযুষ কানি- সরকার জানান, ময়মনসিংহের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবেদা সুলতানা বাদীর জবানবন্দি গ্রহন করে মামলাটি আমলে নিয়ে মামলাটি তদনে-র জন্য আর্ন-জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন- করার জন্য প্রেরণ করেছেন। ইতিপূর্বে একই অভিযোগে গত অক্টোবর মাসের ২৫ তারিখ জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য স’ানীয় রাজাকার কমান্ডার আনিসুর রহমান মানিকের নামে একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৪:৩০ অপরাহ্ণ | ডিসেম্বর ২৮, ২০১৫