| রাত ১:২২ - শনিবার - ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সমাজের নিপীড়িত জনসাধারণের পক্ষে কাজ করার আহ্বান-মেয়র টিটু

স্টাফ রিপোর্টার: ২৭ ডিসেম্বর ২০১৫, রবিবার,

শহরের ক্লিনিক ডায়াগনোস্টিক মালিকদের সংগঠন মানব কল্যাণ সমিতি (মাকস) এর ৫ম বর্ষপূতি উপলক্ষে গত শনিবার রাতে আলবারাকাহ কনভেনশন সেন্টারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম আনিছের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি এ.আর.এম মাহাবুব আলম লিটনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তরুণ আওয়ামীলীগ নেতা ও জননন্দিত প্রতিশ্রুতিশীল মেয়র মোঃ ইকরামুল হক টিটু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনোস্টিক ওনার্স এসোসিয়েশন জেলা ভারপ্রাপ্ত সভাপতি ডা: হরি শংকর দাস, সাধারণ সম্পদক ডা: এ.কে.এম ওয়ালিউলস্নাহ, ডা: এইচ.এ গোলন্দাজ তারা, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউল করিম খোকন, প্যানেল মেয়র- মোঃ নজরুল ইসলাম, কাউন্সিলর মোঃ মাহাবুব আলম হেলাল, মোঃ দুলাল উদ্দিন দুলাল, মহানগর স্বেচ্ছা সেবক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল মিন্টু প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র টিটু বলেন সমাজের অবহেলিত হতদরিদ্র জন সাধারণের পড়্গে মানবসেবায় সবাইকে কাজ করার আহ্বান জানান। ক্লিনিক ও ডায়াগনোস্টিকের ব্যবসা একটি মহৎ পেশা। এ পেশায় থেকে শুধু ব্যবসার চিনত্মা করলে হবে না, ব্যবসার পাশাপাশি নিজেদেরকে মানবসেবায় আত্ননিয়োগ করতে হবে। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিসহ সকলকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ফোকব্যান্ড রঙের বাউলের শিল্পীরা।

সর্বশেষ আপডেটঃ ৮:১৩ অপরাহ্ণ | ডিসেম্বর ২৭, ২০১৫