| দুপুর ১:৪৪ - সোমবার - ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি

ফুলপুরে মস্তকবিহীন শিশুর জন্ম

ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা : ২৭ ডিসেম্বর ২০১৫, রবিবার,
ফুলপুর উপজেলার রূপসী গ্রামে শনিবার রাতে মস্তক বিহীন এক ছেলে শিশুর জন্ম হয়েছে।  জানা যায়, রূপসী বাজার সংলগ্ন আলমগীরের স্ত্রী মাজেদা খাতুনের (২৫) শনিবার রাতে প্রসব ব্যথা উঠে। পরে রাত ১২টার দিকে একটি ছেলে শিশুর জন্ম হয়। এর পরপরই আরেকটি মস্তক ও উদর বিহীন ছেলে শিশুর জন্ম দেয় মাজেদা খাতুন। পরে সুস্থ ছেলেশিশুসহ মাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে আলমগীরের বাড়িতে উৎসুক জনতা মস্তক ও উদর বিহীন শিশুর লাশটি দেখার জন্য এসে ভিড় জমাচ্ছেন।

সর্বশেষ আপডেটঃ ৭:০৯ অপরাহ্ণ | ডিসেম্বর ২৭, ২০১৫